ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা ১৮ জানুয়ারী রিওডি জেনেইরোতে শুরু দক্ষিণ আমেরিকার সাধারণ বাজার অর্থাত্ মার্কোসুরের শীর্ষ সম্মেলনে বলেছেন , মার্কোসুরের সদস্য দেশগুলোকে এই অঞ্চলের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে , যাতে সকল সদস্য দেশের জন্য হিতকর পথ অন্বেষণ করা যায় ।
দু'দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হল বিভিন্ন সদস্য দেশের মধ্যেকার অর্থনৈতিক ভারসাম্যহীনতা দূর করার লক্ষে কেমন ধরনের ব্যবস্থা নেয়া । লুলা সম্মেলনে বলেছেন , অর্থনীতির যৌথ উন্নয়ন ছাড়া লাতিন আমেরিকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব । তিনি জোর দিয়ে বলেছেন , মার্কোসুরকে সাফল্য অর্জন করতে হলে সকল সদস্য দেশের জন্য নিজ নিজ স্বার্থ্যের জন্য প্রাপ্য পথ অন্বেষণ করতে হবে ।
১৯৯৫ সালে মার্কোসুর চালু হওয়ার পর থেকে বিভিন্ন সদস্য দেশ অর্থনীতির যৌথ বিকাশ লাভ করেছে । কিন্তু এই ক্ষেত্রে ভারসাম্যহীনতাও দেখা দিচ্ছে । সুতরাং মার্কোসুরকে প্যারাগুয়ে ও উরুগুয়ে বরাবরই এই ভারসাম্যহীনতা দূর করার দাবি জানিয়ে আসছে ।
|