যুক্তরাষ্ট্রের অশোধিত তেল ও গ্যাসোলিন মজুদের পরিমাণ বাড়ানোসহ উপাদানের প্রভাবে ১৮ জানুয়ারী আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ফিউচ্যার দাম বিপুল মাত্রায় হ্রাস হয়েছে।
সেই দিন নিউইয়র্ক বাণিজ্য বিনিময় কেন্দ্রে ফেব্রুয়ারী মাসে সরবরাহকৃত হালকা অশোধিত তেলের ফিউচ্যার দাম ব্যারেল প্রতি ১.৭৬ মার্কিন ডলার কমে ৫০.৪৮ মার্কিন ডলার হয়েছে। এ দাম হচ্ছে গত বিশ মাসের মধ্যে সবচেয়ে নিম্ন পয়েন্ট। একই দিন এক ব্যারেলের দাম ৫০ মার্কিন ডলারেরও নিচে ছিল। লন্ডন আন্তর্জাতিক তেল বিনিময় কেন্দ্রের মার্চ মাসে সরবরাহকৃত উত্তর সাগরের ব্রেন্ট অশোধিত তেলের ফিউচ্যার দাম ব্যারেল প্রতি ১.০৩ মার্কিন ডলার কমে ৫১.৭৫ মার্কিন ডলার হয়েছে।
বাজার বিশ্লেষকরা উল্লেখ করেছেন, গত সপ্তাহে মার্কিন অশোধিত তেল, গ্যাসোলিনও অন্যান্য উত্পাদিত তেল মজুদের পরিমাণ বাড়ানোর ফলে একই দিন তেলের দাম হ্রাস পাওয়ার প্রধান উপাদান। মার্কিন জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের একই দিন প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের মজুদের পরিমাণ হঠাত্ ৬৮ লাখ ব্যারেল বেড়ে যায়, গ্যাসোলিনের মজুদের পরিমাণ ৩৫ লাখ ব্যারেল বেড়ে যায়। ডিজেল ও হীটিং-এ ব্যবহৃত তেলসহ অন্যান্য উত্পাদিত তেলের মজুদের পরিমাণও ৯ লাখ ব্যারেল বেড়ে যায়।
|