এশিয়া , আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৯টি দেশের প্রতিনিধিরা ১৮ জানুয়ারী উত্তর-পশ্চিম চীনের লানচৌ শহরে উন্নয়নশীল দেশগুলোর সৌর শক্তি উন্নয়নে সম্মুখীন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন।
এবারের আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ১৪০ জনেরও বেশি প্রতিনিধিদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন বিশেষজ্ঞ, পন্ডিত, সরকারী কর্মকর্তা ও শিল্পপতিসহ অনেকেই। দু'দিন ব্যাপী আলোচনায় তাঁরা নিজ নিজ দেশের সৌর শক্তিসহ পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ উন্নয়নের বর্তমান অবস্থা ও বিদ্যমান সমস্যার দিকগুলো ব্যাখ্যা করেছেন। তা ছাড়া , তাঁরা উন্নয়নশীল দেশগুলোর পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদের উন্নয়ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যাগুলো ও সম্মুখীন কঠিন অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
চীনের সৌর শক্তি বিষয়ক বিশেষজ্ঞ, সরকারী কর্মকর্তা ও শিল্পপতিরা বলেছেন, সৌর শক্তি উন্নয়নের ক্ষেত্রে চীন অনেক প্রযুক্তি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। চীন উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তা ভোগ করতে এবং অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত নানা সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক ।
|