১৯ জানুয়ারী চীনের আদালতের মেধাস্বত্ত্ববিচার সম্পর্কিত জাতীয় আলোচনা সভা পূর্ব চীনের উসি শহরে অনুষ্ঠিত হচ্ছে । চীনের সর্বোচ্চ গণ আদালতের উপ মহাপরিচালক ছাও চিয়েনমিং বলেছেন , অর্থনীতির বিশ্বায়নের প্রবণতার উন্নয়ন এবং বিশ্ব বাণিজ্য সংস্থায়চীনের অন্তর্ভুক্তির অন্তর্বর্তিকালীন সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চীনের বৈদেশিক মেধাস্বত্ত্বসম্পর্কিত মামলার সংখ্যা ও জটিলতার মান বেড়ে যাচ্ছে । বিভিন্ন স্তরের গণ আদালতকে আইন অনুযায়ী বৈদেশিক মেধাস্বত্ত্ব সম্পর্কিত মামলা বিচারের কাজ চালাতে হবে এবং আইন অনুযায়ী দেশী-বিদেশীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে ।
চীনের আদালতের মেধাস্বত্ত্বমামলা বিচার সম্পর্কেতিনদিনব্যাপী একটি জাতীয় আলোচনা সভা ১৮ জানুয়ারী উসি শহরে শুরু হয়েছে । আলোচনা সভার উদ্দেশ্য হল , গণ আদালতের মেধাস্বত্ত্ব সম্পর্কিত বিচার কাজের সারসংকলন করা এবং আগামী দিনগুলোর কাজকর্ম স্থির করা ।
চীনের সর্বোচ্চ গণ আদালতের উপ মহাপরিচালক ছাও চিয়েনমিং সভায় বলেছেন , বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তির পর গত ৫ বছরে মেধাস্বত্ত্ব সম্পর্কেচীনের আদালতের বিচার কাজে বিরাট সাফল্য অর্জিত হয়েছে । তিনি বলেছেন , গত ৫ বছরে বিভিন্ন স্তরের আদালত মনোযোগের সঙ্গে নানা ধরণের মেধাস্বত্ত্বসংক্রান্তবিচার কাজ চালিয়ে নিজের বিচারের ক্ষমতার ভূমিকা পালন করেছে । গত পাঁচ বছরে বিভিন্ন স্তরের আদালত সৃজনশীলভাবে মেধাস্বত্ত্ব সম্পর্কে বিচার কাজ চালিয়ে এক নতুন স্তরে উন্নীত হয়েছে । প্রাথমিকভাবে রাষ্ট্রেরউন্নয়নেরচাহিদার সঙ্গে খাপখায় এমন একটি মেধাস্বত্ত্ব রক্ষার আইনগত ব্যবস্থা গঠিত হয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তিরঅন্তর্বর্তিকালীন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের আদালত যে বৈদেশিক মেধাস্বত্ত্ব সম্পর্কিত মামলার বিচার করেছে তার সংখ্যা স্পষ্টভাবে বেড়ে গেছে । ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চীনের আদালত মোট ৯৩১টি বৈদেশিক মেধাস্বত্ত্ব মামলার বিচার করেছে ।যার বার্ষিক বৃদ্ধিহার ৪৮.২৯ শতাংশ । কিন্তু চীনের মেধাস্বত্ত্বসম্পর্কিত মামলারর বিচার কাজের দুর্বলতা রয়েছে । জটিল দেশিবিদেশী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ন্যায়সংগত ও কার্যকরভাবে মেধাস্বত্ত্বসংক্রান্তবিচার কাজের মাধ্যমে দেশের বৈদেশিক মেধাস্বত্ত্ব লাভকারীদের বৈধ অধিকার রক্ষা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে চীনের মেধাস্বত্ত্ব আইনের আনুকূল্য পাওয়ার দিকগুলোজানানো চীনে সামনের এক গুরুত্বপূর্ণ এবং জরুরী কর্তব্য । এ সম্পর্কে ছাও চিয়েনমিং বলেছেন , প্রতিশ্রুতি পালন করা , রাষ্ট্রীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ন রাখা এবং সামন্জস্যরক্ষার চাহিদার ভিত্তিতে আইন অনুযায়ী বৈদেশিক মেধাস্বত্ত্ব সম্পর্কিত মামলার বিচার করতে হবে এবং আইন অনুযায়ী দেশিবিদেশী লোকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে ।
ছাও চিয়েনমিং বলেছেন , মেধাস্বত্ত্ব সম্পর্কিত বিচার কাজের ব্যাপারেউন্মুক্ত ও স্বচ্ছল নীতিতে অটল থাকতে হবে । কড়াকড়িভাবে উন্মুক্ত বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে । বিদেশী সহ স্থানীয় জনসাধারণ যাতে উন্মুক্ত বিচার ব্যবস্থা অবলোকন করতে পারে তার নিশ্চয়তাবিধান করতে হবে ।
বৈদেশিক মেধাস্বত্ত্বসম্পর্কিত মামলার বিচার কাজকে আরও জোরদার করা সম্পর্কে সর্বোচ্চ গণ আদালতের দৃঢ়সংকল্পতা ও পদক্ষেপ সম্পর্কে চীনা গণ বিশ্ববিদ্যালয়ের মেধাস্বত্ত্ব বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর লিউ ছুনথিয়েন বলেছেন , বিশ্বায়নের ফলে বাজার অধিক থেকে অধিকতর একায়ন হয়েছে । চীনের বাজারও এক আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। পক্ষান্তরে অর্থনীতির বিশ্বায়ন নিয়মবিধির একায়ন দাবী করেছে । বৈদেশিক মেধাস্বত্ত্ব সম্পর্কিত মামলার বিচার কাজকে আরও জোরদার করা চীনে অর্থবিনিয়োগ করতে আসা বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের জন্যে এক ভাল কাজ । যাতে তারা নিশ্চিন্তে চীনে অর্থবিনিয়োগ করতে এবং আর্থিক বিনিময় করতে পারে ।
|