এশিয় উন্নয়ন ব্যাংক মধ্যচীনের চিয়াংসি প্রদেশের গ্রাম পর্যায়ের দারিদ্র বিমোচন প্রকল্পের জন্য ১০ লাখ মার্কিন ডলার দেবে ।
১৯ জানুয়ারী এশিয় উন্নয়ন ব্যাংকের উপ-প্রধান সি.লাউরেনস গ্রীনউড পেইচিংয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন ।
জানা গেছে, এবার প্রথমবারের মত চীনের কোন বেসরকারী সংস্থা গ্রাম পর্যায়ের দারিদ্র বিমোচন প্রকল্পের কাজে অংশ নেয়া । তিনি বলেছেন, এশিয় উন্নয়ন ব্যাংক দারিদ্র বিমোচনে চীন সরকার এবং বেসরকারী সংস্থার সঙ্গে সহযোগিতার প্রশংসা করছে । চীনের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, সরকার ও বেসরকারী সংস্থার সহযোগিতা দারিদ্র বিমোচনকে ত্বরান্বিত করা সম্ভব।
|