v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-19 16:13:56    
পূর্ব এশিয় শীর্ষ সম্মেলন

cri
    দ্বিতীয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন ১৫ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে অনুষ্ঠিত হয়েছে । আসিয়ানের দশটি দেশ , চীন , জাপান , দক্ষিণ কোরিয়া , ভারত , অস্ট্রিয়া ও নিউজিল্যান্ডের প্রতিনধি বা সরকার প্রধানরা সম্মেলনে অংশ নিয়েছেন ।

    ১৯৯০ সালের ডিসেম্বর মাসে তখনকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসিয়ান ও চীন , জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ এক পূর্ব এশিয় অর্থনৈতিক কমনওয়েল্থ স্থাপন করার প্রস্তাব দিয়েছিলেন । তবে এ প্রস্তাব আরো বাস্তবায়িত হয় নি ।

    ১৯৯৫ সালে আসিয়ান পঞ্চম শীর্ষ সম্মেলনে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে , আসিয়ান দেশগুলোর উচিত রাজনীতি ও অর্থনীতি বিষয়ে সহযোগিতা জোরদার করা , পূর্ব ও দক্ষিণ এশিয়ার একীকরণ প্রক্রিয়া দ্রুত করা । সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে , এর পরে প্রত্যেক বছরে একবার শীর্ষ সম্মেলন আয়োজন করা , এশিয়ার অন্যান্য দেশের নেতৃবৃন্দের অংশগ্রহণকেও স্বাগত জানানো । ১৯৯৭ সালের এশিয় অর্থ সংকটে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের বিরাট ক্ষতি হয় । এ সংকট থেকে বিভিন্ন দেশ আবিস্কার করে যে আঞ্চলিক সহযোগিতা খুবই জরুরী । একই বছরের শেষ দিকে আসিয়ান ও চীন , জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সম্মেলনের আয়োজন করেন । "১০+৩" সম্মেলন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।

    ২০০১ সালে "১০+৩" সম্মেলনে অংশগ্রহণকারী পূর্ব এশিয়ার ১৩টি দেশের ২৬ জন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত "পূর্ব এশিয়া উন্নয়ন গ্রুপ" পূর্ব এশিয়া কমনওয়েল্থ স্থাপনের রিপোর্ট দাখিল করেছে । তা পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । ২০০৬ সালে লাওসে অনুষ্ঠিত অষ্টম আসিয়ান ও চীন , জাপান এবং দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলনে আসিয়ান ও চীন , জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ ঠিক করেন যে ২০০৫ সালে কুয়ালালামপুরে প্রথম পূর্ব এশিয়া সম্মেলন আয়োজন করা হবে।

    ২০০৫ সালের এপ্রিল মাসে আসিয়ানের দশটি দেশ ফিলিপাইনের কেবুতে পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের আয়োজন করে । সম্মেলনে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সময়সূচী , ব্যবস্থা ও অংশগ্রহণকারী দেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । আসিয়ান পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের শর্তও দিয়েছে , তা হল : আসিয়ানের সঙ্গে বাস্তব রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে , আসিয়ানের সংলাপ অংশীদার , "দক্ষিণ-পূর্ব এশিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিতে" অংশ নিয়েছে । একই বছরের জুলাই মাসে লাওসে অনুষ্ঠিত ৩৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আসিয়ানের একটি সদস্য দেশে পূর্ব এশিয় শীর্ষ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

    প্রথম পূর্ব এশিয় শীর্ষ সম্মেলন ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কুয়ালালাম্পুরে অনুষ্ঠিত হয় । আসিয়ানের দশটি সদস্য দেশ এবং চীন , জাপান , দক্ষিণ কোরিয়া , ভারত , অস্ট্রিয়া ও নিউজিল্যান্ডের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নিয়েছেন । অংশগ্রহণকারী নেতৃবৃন্দগণ "পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনের কুয়ালালাম্পুর ঘোষণা" ও বার্ড-ফ্লুর প্রতিরোধ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন , এবং সহযোগিতাকে জোরদার করা , পরস্পরকে সাহায্য করা এবং যৌথভাবে উন্নয়ন করার ওপর ঐকমত্যে পৌঁছান ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China