v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-19 16:28:16    
গ্রামীন নারীদের ভূমিকা প্রসারিত করার ব্যাপারে থাং শান শহরের নারী ফেডারেশনের উদ্যোগ

cri
    গত কয়েক বছরে চীনের হো পেই প্রদেশের থাং শান শহরের নারী ফেডারেশন ব্যাপকভাবে সভ্য ও সম্প্রীতিময় পরিবার নির্বাচনের তত্পরতা চালিয়ে গ্রামাঞ্চলে নিজেদের বাড়ির আংগিনা পরিষ্কার করে রাখার কাজ থেকে গ্রামীন অর্থনীতির উন্নয়নের কাজ পর্যন্ত সব ক্ষেত্রেই নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসারিত করেছে । এভাবে নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল এবং সম্প্রীতিময় সমাজ গড়ে তোলার কাজে থাং শানের নারীরা এখন লক্ষ্যণীয় ভূমিকা পালন করছেন ।

    থাং শান শহরের নারী ফেডারেশনের চেয়ারম্যান চাং ইয়ান ছুং আমাদের সংবাদদাতাকে বলেছেন , ২০০৪ সাল থেকে থাং শান শহরের নারী ফেডারেশনের উদ্যোগে গ্রামীন নারীদের মধ্যে বণার্ঢ্য সভ্য পরিবার নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে । এ কার্যক্রমের মাধ্যমে নারী সমাজ তাদের বাড়ির পরিবেশ পরিষ্কার, সবুজীকরণ ও সুন্দর করে তোলা , স্বাস্থ্য রক্ষার কাজের ওপর নজর দেয়া , জীবনযাপনের মন্দ রীতিনীতি ত্যাগ করা এবং পারিবারিক অর্থনীতি পরিচালনা ও গ্রামীন অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছে । ফলে থাং শান শহরের গ্রামাঞ্চলে বিপুল সংখ্যক সম্প্রীতিময় পরিবার , সভ্য পরিবার এবং দারিদ্র্য-বিমোচনের ব্যাপারে পারদর্শী নারী দেখা দিয়েছে । এখন থাং শানের উপকন্ঠে , ছিয়ান আন ও ছিয়ান সি জেলার গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও গ্রামীন অর্থনীতিতে বিকাশমান এক পরিবেশ বিরাজ করছে ।

    ছিয়ান আন শহরের চাও তিয়ান চি নগরে আমাদের সংবাদদাতা দেখতে পেয়েছেন , ১৫টি প্রশাসনিক গ্রামে গ্রামবাসী কেন্দ্র স্থাপন করা হয়েছে । এ কেন্দ্রে নারীরা হয় গান গাইতে আসেন , নয় নানা কৌশলের দক্ষতা নিয়ে পাল্লা দেন । এ নগরের পার্টি কমিটির সম্পাদক পাং চাই মিং বলেছেন , গত দুই বছরে নগর কর্তৃপক্ষ গ্রামাঞ্চলের বিভিন্ন কাজে ৪ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । গ্রামের নারীরা সক্রিয়ভাবে " সভ্য পরিবার" গড়ে তোলার কার্যক্রমে অংশ নিয়েছেন । নারীরা গ্রামীন কেন্দ্র , প্রতিপাদ্যভিত্তিক পার্ক ও দশ তারাবিশিষ্ট পরিবার গড়ে তোলার তত্পরতায়ও যোগ দিয়েছেন । ফলে অতীতে যেসব নারী শুধু বাড়িতে বসে থাকতেন , এখন তারা নিজেদের বাড়ির পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্নতা বজায় রাখা , বিশেষ বিশেষ ধরণের গাছ ও ফলের চাষ করা এবং স্বচ্ছল হওয়ার ব্যাপারে স্বামীদের সাহায্য করার কাজে ব্যস্ত রয়েছেন । বেশ কিছু সংখ্যক শিক্ষিত , বুদ্ধিমান ও অর্থনীতি পরিচালনায় পারদর্শী নারীদের পরিচালনায় চাও চি তিয়ান নগরে কৃষি , মত্স চাষ , পশু পালন এবং পরিবহনের বিরাট উন্নতি হয়েছে । এসব কাজের মধ্যে গ্রামাঞ্চলেও নতুন ধরণের ব্যাপক শিক্ষিত ও সুদক্ষ নারী দেখা দিয়েছে । এ নগরে দশতারাবিশিষ্ট কৃষক পরিবারের সংখ্যা ২ হাজার ছিড়িয়ে গেছে । এ সংখ্যা এ নগরের মোট পরিবার সংখ্যার অর্ধেক ।

    সম্প্রতি আমাদের সংবাদদাতা থাং শানের ছিয়ান সি জেলার ওই চুয়াং গ্রামে যান । তিনি দেখতে পেয়েছেন , গ্রামে আয়োজিত সভ্য ও সম্প্রীতিময় পরিবার গড়ে তোলার প্রতিশ্রুতি তত্পরতায় এ গ্রামের ৩ শ'রও বেশি তরুণ ও মধ্য বয়সের নারী নিজেদের নাম স্বাক্ষর করেছেন । পরিবেশ সরগরম করে তোলার জন্যে গ্রামবাসী থিয়ান সিউ চি স্বতস্ফুর্ত হয়ে মঞ্চে ওঠে গানও গেয়েছেন । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন , এ কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জীবনযাপনের বহু বদ অভ্যাসের পরিবর্তন করা । এ কার্যক্রমের মাধ্যমে আমাদের বাড়ির পরিবেশ অনেক পরিষ্কার হয়েছে । এতে সবাই খুব খুশী। গ্রামবাসী ওয়াং সি ইং বলেছেন , এখন বিছানা থেকে ওঠার পর প্রথমে আমি আংগিনা সাফ করার কাজ করি । তারপর আমার স্বামীর সংগে একদিনের কাজকর্ম নিয়ে আলাপ করি । তাছাড়া গ্রামবাসীদের প্রীতি-সম্মিলনের জন্যে ব্যবস্থা করে থাকি । আমি সত্যিই খুব ব্যস্ত । অথচ অতীতে আমরা কোনো কাজ না থাকায় এখানে সেখানে বেড়াতাম এবং গভীর রাত পর্যন্ত তাস খেলতাম । দশতারাবিশিষ্ট পরিবার হওয়ার জন্যে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ।এখন আমাদের মনে হয় যে, আমাদের জীবনের তাত্পর্য রয়েছে । ছিয়ান সি জেলার নারী ফেডারেশনের চেয়ারম্যান ইউ কুই সিন বলেছেন , আমরা গ্রামীন নারীদের জন্যে তাদের দক্ষতা প্রদর্শনের মঞ্চ স্থাপন করেছি । ফলে গ্রামাঞ্চলে কিছু সংখ্যক নতুন ধরণের নারী দেখা দিয়েছে । অল্প দিনের মধ্যে তারা বিভিন্ন গ্রামের দারিদ্র্য-বিমোচনের ব্যাপারে পথিকৃতে পরিণত হয়েছেন । হুং শি ইউ গ্রামের নারী লু সিউ রুং নিজের উদ্যোগে পুঁজি সংগ্রহ করে দরিদ্র ও বিশৃংখল একটি ছোট পাহাড়ী গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন একট সভ্য গ্রামে পরিণত করেছেন । গত বছর তার অনন্য কৃতিত্বের জন্যে তিনি সেই গ্রামের পার্টি কমিটির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।

    চীনের হো পেই প্রদেশের চুন হুয়া শহরের নারী ফেডিরেশনের চেয়ারম্যান চি হুই আমাদের সংবাদদাতাকে বলেছেন , বর্তমানে গ্রামাঞ্চলের নারীদের উত্সাহ-উদ্দীপনাকে বিভিন্ন কাজে লাগানো হয়েছে । শহুরে লোকদের মত জীবন-যাপনের সভ্য ও স্বাস্থ্যকর রীতিনীতির অন্বেষণও তাদের সচেতন তত্পরতায় পরিণত হয়েছে । চুন হুয়া শহরের কাও কে চুয়াং গ্রামের ৪০জন নারী স্বেচ্ছায় নাচের দল গঠন করেছেন । তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করেন । তারা নাচের মাধ্যমে সরকারের গ্রাম সংক্রান্ত নীতি প্রচার করেন এবং তাদের গ্রামের আদর্শ ব্যক্তিদের কাহিনীও প্রচার করেন । থাং শান শহরের পার্টি কমিটির সম্পাদক চাং ইয়ুং বলেছেন , থাং শানের নারী ফেডারেশন গ্রামাঞ্চলের নারী সমাজের জন্যে সভ্য ও সুষ্ঠু জীবনের একটি মঞ্চ স্থাপন করেছেন । তার কল্যাণে থাং শানের নারীরা এখন নতুন গ্রামাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে একটি প্রাণশক্তিতে পরিণত হয়েছে ।