v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-19 15:46:04    
আনহুই প্রদেশে মোট ৩৩টি "গ্রিণ পথ" চালু হয়েছে

cri
    সম্প্রতি আনহুই প্রদেশের পরিবহণ দপ্তর থেকে জানা গেছে, বর্তমানে আনহুই প্রদেশে মোট ৩৩টি "গ্রিণ পথ"চালু হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৪৬৯৬ কিলোমিটার।

    পরিসংখ্যাণ থেকে জানা গেছে, গত বছর "গ্রিণ পথের" মাধ্যমে মোট ১ কোটি ৬০ লাখ টন টাটকা কৃষি পণ্য পরিবহণ করা হয়েছে।

    **শানতোং প্রদেশের গ্রামগুলোতে নতুন সহযোগিতামূলক চিকিত্সায় অংশগ্রহণকারী কৃষকদের সংখ্যা ৪ কোটিরও বেশী

    ২০০৬ সাল পর্যন্ত শানতোং প্রদেশের গ্রামগুলোতে নতুন সহযোগিতামূলক চিকিত্সায় অংশগ্রহণকারী কৃষকদের সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে। ২০০৭ সালে শানতোং প্রদেশের সকল গ্রামবাসী নতুন সহযোগিতামূলক চিকিত্সার তালিকায় অন্তর্ভূক্ত হবেন।

    **গত বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের ১৪ কোটি কৃষক গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সার থেকে কল্যাণ ভোগ করেন

    খবরে জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত, সারা দেশে মোট ১৪৩৩টি জেলায় গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা চালানো হয়েছে। এই সংখ্যা দেশের মোট পরিমাণের ৫০.১ শতাংশ। ২০০৬ জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের মোট ১৪ কোটি কৃষক নতুন সহযোগিতামূলক চিকিত্সার থেকে কল্যাণ ভোগ করেন। তারা চিকিত্সার ক্ষেত্রে মোট ৯৫৮ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের ভর্তুকি পেয়েছেন।

    সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত নিখিল চীন স্বাস্থ্য বিষয়ক কর্মসম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী কাও ছিয়াং বলেছেন, ২০০৬ সালে গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থাপনা নির্মাণের গতি দ্রুততর হয়েছে। বলা যায় যে, সারা দেশে গ্রামের নতুন সহযোগিতামূলক চিকিত্সা স্থিতিশীলভাবে চালানো হচ্ছে, ধাপে ধাপে মানসম্পন্ন হচ্ছে। চিকিত্সার ক্ষেত্রে কৃষকদের ঝামেলা কমেছে। রোগের কারণে দরিদ্র হওয়ার অবস্থাও কমেছে।

    **কুয়াংতোং প্রদেশ এ বছরের মধ্যে গ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক স্কুলের ঝুঁকিপূর্ণ বাড়িঘর ভেঙ্গেঁ ফেলবে

    সম্প্রমি কুয়াংতো প্রদেশের গ্রামের স্কুলের ঝুঁকিপূর্ণ বাড়িঘর মেরামত ও নির্মাণ কাজ বিষয়ক সম্মেলন সূত্রে জানা গেছে, কুয়াংতোং ২০০৭ সালের ডিসেম্বর আগে গ্রামের প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুলের ঝুঁকিপূর্ণ বাড়িঘর ভেঙ্গেঁ ফেলবে।