গতবছর চীন সরকারের কর্মসংস্থান ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে। চীনের শ্রমিক ও সামাজিক সুনিশ্চিত বিষয়ক বিভাগের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, গতবছর চীনে কর্মসংস্থানের সংখ্যা মোট ১.১৮৪ কোটিরও বেশি। এটা সারা বছরের লক্ষের চেয়ে ৩২ শতাংশ বেশি হয়েছে।
তাছাড়া, গতবছর চীনে কর্মচ্যূত শ্রমিকদের পুনরায় কর্মসংস্থানের সংখ্যাও ৫০.৫ লাখ। গতবছরের শেষ দিকে চীনে শমিক কর্মচ্যূতির হার হলো ৪.১ শতাংশ ।
জানা গেছে, ভবিষ্যতে চীনে আরো কর্মসংস্থানের জটিল পরিস্থিতি দেখা দিতে পারে। এর জন্যে চীন সরকার অব্যাহতভাবে কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ করবে। এটি হচ্ছে চীনের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কাঠামোর পুর্নর্বিন্যাসের গুরুত্বপূর্ণ লক্ষ। চীন একটি সুষ্ঠু কর্মসংস্থানের বাজার স্থাপনের জন্যে সক্রিয়ভাবে শ্রম-শক্তির গুরুত্ব অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করবে। যাতে ভালভাবে কর্মসংস্থানের পরিসেবা সিস্টেমকে উন্নত করা যায়। একই সঙ্গে সকল শ্রমিককে প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে।
|