চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৮ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , ই ইউ চীনের ওপর থেকে অস্ত্র বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে জাপান যে বাধা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে , চীন তার জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছে । চীন এই ক্ষেত্রে কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে জাপানের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ।
একই দিন এক নিয়মিত এক সংবাদ সম্মেলনে লিউ চিয়ান ছাও বলেছেন , ই ইউ'র চীনের ওপর থেকে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়া চীন ও ই ইউ'র মধ্যকার নিজস্ব ব্যাপার । জাপানের সঙ্গে তার কোন সম্পর্ক নেই এবং এটা জাপানের ওপর কোন হুমকী হয়ে দাঁড়াবে না । বর্তমান পরিস্থিতিতে জাপান দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আরো অনুকূল বেশি পদক্ষেপ গ্রহণ করবে , বরং আর বাধা-বিঘ্ন সৃষ্টা করবে না বলে চীন আশা করে । এটা দু'দেশের যৌথ স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
সম্প্রতি সামরিক ক্ষেত্রে জাপানের বেশ কয়েকটি নতুন পদক্ষেপ প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন , চীনসহ কয়েকটি প্রতিবেশী দেশ জাপানের সংশ্লিষ্ট পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে । চীন আশা করে , জাপান শান্তিপূর্ণ উন্নয়নের পথ ধরে চলবে । এটা যেমন জাপানের স্বার্থ, তেমনি এই অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অনুকূল হবে ।
|