চীন ২০০৭ সালের ১ জুলাই থেকে বিদেশী ব্যবসায়ীদের পর্যটন এজেন্সি শাখা অফিস খোলার সীমাবদ্ধতা বাতিল করবে এবং বিদেশি পুঁজি বিনিয়োজিত পর্যটন এজেন্সির নিবন্ধিত পুঁজির ক্ষেত্রে দেশীয় নাগরিকদের মতোই সুবিধা দেবে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওয়েই ১৮ জানুয়ারী পূর্ব চীনের চিনান শহরে এ কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির পাঁচ বছরে চীন পূর্ব নির্ধারিত সময়ের আগে বা বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান সংক্রান্ত আলোচনার সময় দেয়া পর্যটন সম্পর্কিত নানা প্রতিশ্রুতি কার্যকর করেছে। ভবিষ্যতে চীনের পর্যটন শিল্প আরো উন্মুক্ত হবে। বিশ্বের শক্তিশালী বৃহত্তম পর্যটন শিল্পপ্রতিষ্ঠান এবং নামকরা ট্রেডমার্ক চীনের পর্যটন বাজারের প্রতি আকৃষ্ট হবে।
তিনি আরো বলেছেন, চীন শর্তযোগ্য ও বলিষ্ঠ অভ্যন্তরীণ পর্যটন শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে চীনা নাগরিকদের বিদেশে পর্যটনের গন্তব্য প্রধান দেশ বা অঞ্চলে গিয়ে হোটেল ও পর্যটন স্থানসহ পর্যটন সাজসরঞ্জামেপুঁজি বিনিয়োগ, নির্মাণ ও পরিচালনা করতে উত্সাহ দেবে।
|