v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-18 19:07:39    
পেইচিং ভিমিক্রো ইলেকট্রনিক লিমিডেট কোম্পানির মহা-পরিচালক তেং চোংহান

cri
    চোংকুয়ানসুন, চীন এবং বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি মানুষের স্থান হিসেবে এর উন্নয়নের গতি এবং উদ্ভাবনী সামর্থ্য বিশ্বের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে । বর্তমানে চোংকুয়ানসুন বিজ্ঞান ও প্রযুক্তি অঞ্চলে বিদেশে লেখাপড়া করা চীনা মাস্টার বা ডক্টরেট ডিগ্রী লাভ করা ব্যক্তিদের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ২৩০০টিরও বেশি ।

এ অঞ্চলে বিদেশে লেখাপড়া করা চীনা মাস্টার বা ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০০০ ,যা চীনের ৫৩টি উচ্চ হাইটেক প্রযুক্তি অঞ্চলের মোট ব্যক্তি সংখ্যার অর্ধেকেরও বেশি ।

    চোংকুয়ানসুন হচ্ছে একটি দৃষ্টি নন্দন অঞ্চল, বিশেষ করে এর সফ্টওয়ের এবং ইনটিগ্রেটেট সার্কিট শিল্পের দ্রুত উন্নয়ন খুবই চমত্কার । কয়েক বছরের মধ্যে চোংকুয়ানসুন চীনের বৃহত্তম সফ্টওয়ের এবং ইনটিগ্রেটেট সার্কিক ডিজাইন কেন্দ্রে পরিণত হয়েছে । এর মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম সাফল্য হল চীনের নিজস্ব তৈরী কম্পিউটার কেন্দ্র প্রকল্পের অগ্রযাত্রা ।চীনের কম্পিউটার শিল্পের প্রথম "হৃদের জন্ম "চোংকুয়ানসুনে এবং ব্যাপক ইনটিগ্রেটেট সার্কিট চোংকুয়ানসুনে গবেষণা করা হয়েছে । এ প্রকল্পের মহাপরিচালক হিসেবে চেং চোংহান এত সব সাফল্য অর্জনে অনেক অবদান রেখেছেন ।

    ১৯৯৯ সালে তেং চোংহান চীনে ফিরে এসেছেন । তিনি তাঁর অংশীদারদের সঙ্গে পেইচিং ভিমিক্রো ইলেকট্রনিক লিমিডেট কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং কোম্পানির সদর দপ্তর পেইচিংয়ের চোংকুয়ানসুনে অবস্থিত । তিনি সক্রিয় ও যুক্তিযুক্তভাবে প্রশাসনিক নীতি ব্যবহার করে কোম্পানির উন্নয়নের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছেন । ২০০৩ সালের জানুয়ারী মাসে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও চোংকুয়ানসুন পরিদর্শন করার সময় ভিমিক্রো কোম্পানির গবেষণা করা "তারার আলো" নামক কম্পিউটারের যন্ত্রাংশ দেখেছেন । একই সালে পেইচিং সফ্টওয়ের শিল্প উন্নয়ন কেন্দ্র,মাইক্রোসফ্ট চায়না শাখা কোম্পানি এবং ভিমিক্রো কোম্পানির মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত "মাইক্রোসফ্ট-ভিমিক্রো মালটি মিডিয়া প্রযুক্তি কেন্দ্র শীর্ষ প্রযুক্তি ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে । ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে ভিমিক্রো ইলেকট্রনিক কোম্পানি চীনের একমাত্র কম্পিউটার এবং যন্ত্রাংশ তৈরীর শিল্প প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মোবাইল ফোন সি.পি.ইউ লীগে অংশ নিয়েছে ।

    এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ব্যবসা করা তেং চোংহান মনে করেন, চোংকুয়ানসুনের অনেক শিল্প প্রতিষ্ঠানের সাফল্য অভিজ্ঞ ও দক্ষ-কর্মী এবং প্রতিযোগিতায় অংশ নেয়ার শক্তি এবং সম্পদ বাজারজাতকরণের সঙ্গে সম্পর্কিত । পেইচিংয়ের অন্যান্য ব্যবসী প্রতিষ্ঠানের দামের চেয়ে চোংকুয়ানসুনের দোকানের দাম অনেক বেশি । এ সম্পর্কে তেং চোংহান বলেছেন, ভালো ব্যবসায়ীগণ মনে করেন , একটি সুষ্ঠু পরিস্থিতি শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সহায়ক । যদিও চোংকুয়ানসুনে খরচ বেশি, কিন্তু সেখানকার সুষ্ঠু পরিস্থিতি ও পরিবেশ ব্যবসার ক্ষেত্রে নিরাপদ । বাজার শিল্পপ্রতিষ্ঠানের সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ভিলিক্রো কোম্পানি কম্পিউটারের ও মোবাইল ফোনের ডিজিটাল যন্ত্রাংশ তৈরীর ক্ষেত্রে গবেষণা করার পাশাপাশি সক্রিয়ভাবে কোম্পানির কেন্দ্রীয় শীর্ষ প্রযুক্তি গোটা শিল্পের পরিচয়কে তুলে ধরেছে ,যাতে ভালভাবে বাজার সৃষ্টি করা যায় ।