চীনের পূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছু পাও সিং ১৮ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , ২০০৬ সালে চীনের শহর ও গ্রামাঞ্চলে ৯০ শতাংশ নতুন আবাসিক এলাকা জ্বালানী সাশ্রয়ী মানদন্ড অনুসারে নির্মিত হয়েছে । ফলে প্রতি বছর ৭০ লাখ টন কয়লা সাশ্রয়ী হবে ।
তিনি এক প্রেস ব্রিফিং সভায় এ কথা বলেছেন । তিনি বলেছেন , নতুন আবাসিক এলাকা নির্মাণের ব্যাপারে ব্যাপকভাবে পুনঃব্যবহার্য জ্বালানী ব্যবহার করা হচ্ছে । চীনের শহর ও গ্রামাঞ্চলে ২০ কোটি বর্গ মিটার আবাসিক এলাকায় সৌর শক্তি কাজে লাগানো হয়েছে ।
তিনি বলেছেন , এবছর পূর্ত মন্ত্রণালয় আবাসিক এলাকা নির্মাণের জন্য জ্বালানী সাশ্রয়ীনতুন নিয়মবিধি প্রণয়ন করবে , নতুন আবাসিক এলাকার জ্বালানী সাশ্রয়ের ব্যাপারে অব্যাহতভাবে তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার কাজ জোরদার করবে এবং জ্বালানী সাশ্রয়ের ক্ষেত্রে পুরনো আবাসিক এলাকার পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করবে ।
|