সিনহুয়া সংবাদ সংস্থার এক খবরে জানা গেছে, এ পর্যন্ত চীনা নাগরিকদের পর্যটন গন্তব্যস্থলের সংখ্যা ১৩২টি হয়েছে, এর মধ্যে ১৫টি ২০০৬ সালের নতুন উন্মুক্ত স্থান । চীনা নাগরিক পর্যটন গ্রুপের মাধ্যমে ৮৬টি দেশ ও অঞ্চলে যেতে পারেন ।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর প্রধান শাও ছি ওয়েই ১৮ জানুয়ারী পূর্ব চীনের চিনান শহরে বলেছেন, চলতি বছর চীন পর্যটনের বৈদেশিক যোগাযোগ আরো সম্প্রসারণ করবে এবং চীনা নাগরিকদের গন্তব্যস্থলের সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে ।
তিনি বলেছেন, চীন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যটন সহযোগিতামূলক ব্যবস্থাকে আরো স্বয়ংসম্পূর্ণ করবে এবং সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে পর্যটন সংক্রান্ত নিরাপত্তা, বাজারের প্রশাসন, আন্তরিকতাপূর্ণ মনোভাব এবং পর্যটকদের প্রাপ্য অধিকারের সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে ।
জানা গেছে, গত বছর বিদেশ যাওয়া চীনা পর্যটকদের সংখ্যা ৩.৪ কোটি পার্সন টাইমস , যা বিগত ২০০৫ সালের অনুরূপ সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি । চীন অব্যাহতভাবে এশিয়ার বৃহত্তম বিদেশ ভ্রমণ সংক্রান্ত পর্যটনের বাজার বজায় রেখেছে ।
|