চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সুন ইয়া ফু ১৭ জানুয়ারী নিউইয়র্কে প্রবাসী চীনাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেছেন, চেন সুই পিয়ান কর্তৃপক্ষ তথাকথিত "সাংবিধানিক সংস্কারের" মাধ্যমে "আইনগতভাবে তাইওয়ানের স্বাধীনতা" অন্বেষণের চেষ্টা প্রতি সর্বোচ্চ হুমকি।
সুন ইয়া ফু উল্লেখ করেছেন, এখন তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে "স্বাধীন তাইওয়ানপন্থীদের" বিচ্ছিন্নতাবাদী তত্পরতাকে দমন করার ইতিবাচক উপাদান বাড়ছে। দু'তীরের সম্পর্ক শান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়নের প্রবণতা দেখা দিয়েছে। তবে এর পাশাপাশি "স্বাধীন তাইওয়ানপন্থী শক্তির" বিচ্ছিন্নতাবাদী তত্পরতার হুমকীও মোকাবেলা করতে হচ্ছে।
সুন ইয়া ফু পুনরায় ঘোষণা করেছেন, চীন সরকার অব্যাহতভাবে "শান্তিপূর্ণ একীকরণ, এক দেশ দুই সমাজ ব্যবস্থা" এই মৌলিক নীতি, মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা সংক্রান্ত আটটি প্রস্তাবে অবিচল থাকবে। নতুন পরিস্থিতিতে দু'তীরের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের চারটি মতামত সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে।
|