আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন উচ্চপদস্থ কূটনীতিক ১৭ জানুয়ারী ভিয়েনায় বলেছেন, ইরানের আমন্ত্রণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্যদেশগুলোর প্রতিনিধিরা ফেব্রুয়ারীর প্রথম দিকে সেদেশের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন।
তিনি আরো বলেছেন, এ ব্যাপারে ইরানের লক্ষ হচ্ছে নিজের পারমাণবিক স্থাপনাগুলোর মাধ্যমে শান্তিপূর্ণ ভূমিকা পালন করা। বেসরকারী পারমাণবিক পরিকল্পনা বাস্তবায়নের জন্যে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সমর্থন অর্জন সক্ষম হবেন।
জানা গেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক প্রযুক্তি ক্ষেত্রের সাহায্য খাতকে বন্ধ করে রেখেছে । আগামী মার্চ মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিচালনা পরিষদ এ খাতের ব্যাপারে আলোচনা করবে ।
|