 জাতিসংঘের মহাসচিব বান কি মুন ১৭ জানুয়ারী বলেছেন, বর্তমানে ইরাকের নিরাপত্তার কারণে জাতিসংঘ ইরাকে তার সম্প্রসারিত কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করেছে।
তিনি এদিন জাতিসংঘ সদর দপ্তরে এক তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাত্ করেছেন। বুশ আশা করেন, জাতিসংঘ ইরাকে তার কার্যক্রম বাড়াবে এবং আরো বেশি ভূমিকা পালন করবে। এর উত্তরে বান কি মুন বলেছেন, জাতিসংঘ ইরাকে তার কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করবে। তবে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির কারণে কর্মসূচীর ব্যাপকভাবে সীমিত করতে হয়েছে।
২০০৩ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ইরাকে বাগদাদস্থ জাতিসংঘের দপ্তরগুলোর ওপর বেশ কয়েকবার বোমার বিস্ফোরণ ঘটেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ইরাক থেকে জাতিসংঘের কর্মচারিবৃন্দকে প্রত্যাহার করে ছিলেন। এক বছর পর জাতিসংঘের কর্মচারিবৃন্দ ইরাকে আবার ফিরে গিয়েছেন। তবে ইরাকে থাকার লোক সংখ্যা খুবই কম। পাশাপাশি তাঁরা শুধু ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার কাজ করতেন।
|