তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি শারিপোভিছ রাখমনভ সফরসংগীসহ পাঁচদিনব্যাপী সফরের উদ্দেশ্যে ১৭ জানুয়ারী সন্ধ্যায় বিশেষ বিমান যোগে দক্ষিণ চীনের হাইনানের সানইয়া পৌঁছেছেন। সন্ধ্যায় তিনি হাইনান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর লুও পাওমিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে রাখমনভ বলেছেন, তাজিকিস্তান ও চীন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও কৌশলগত বন্ধু। তাজিকিস্তান চীন থেকে পর্যটন ব্যবস্থাপনার নির্মাণ সংক্রান্ত অভিজ্ঞতা শিখতে ইচ্ছুক।
লুও পাওমিং প্রেসিডেন্ট রাখমনভকে সাম্প্রতিক বছরগুলোতে হাইনান প্রদেশের সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে পর্যটন শিল্পের উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ২০০৬ সালে, ৬.৪ লাখ বিদেশী পর্যটক হাইনান সফর করেছে। হাইনান দু'পক্ষের সহযোগিতার ক্ষেত্রে অবদান রাখতে ইচ্ছুক।
|