v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-18 16:02:22    
চীন দেশের মানুষের গড় আয়ু কত?

cri
    নারায়নগন্ঞ্জজেলার শ্রোতা আব্দুল মান্নান তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, প্রতি বছর কতজন চীনা বিদেশে বেড়াতে যান এবং তাদের সবচেয়ে প্রিয় দেশ কোনটি? উত্তরে বলছি, চীনে সংস্কার ও উন্মুক্ততা নীতি চালু হওয়ার পর থেকে অধিক থেকে অধিকতর চীনা নাগরিকরা বিদেশ ভ্রমণ শুরু করেন । ২০০৫ সালের শেষ নাগাদ মোট ৩ কোটি ২০ লাখ চীনা নাগরিক বিদেশ অথবা হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ভ্রমণ করেছেন। ২০০৬ সালে কত চীনা নাগরিক বিদেশে ভ্রমণ করেছেন সে সম্বন্ধে প্রকাশিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু আমার মনে হয় ২০০৬ সালে পযর্টকদের সংখ্যা অবশ্যই ২০০৫ সালের চেয়ে আরও বেশী। চীনা পযর্টকরা সাধারণত ইইরোপ ও পুর্ব-দক্ষিণ এশিয়া ভ্রমণ করতে পছন্দ করেন। কিন্তু গত দু'বছরে অধিক থেকে অধিকতর চীনা পর্যটকরা জাপান, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় ভ্রমণ করতে যান। এখানে উল্লেখ্য, এখন পযর্ন্তকোন পযর্টন দল বাংলাদেশে ভ্রমণ করতে যায় নি। কিন্তুঅদূর ভবিষ্যতে অধিক থেকে অধিকতর চীনা নাগরিক পর্যটক বাংলাদেশে ভ্রমণ করতে যাবেন বলে আশা করা হচ্ছে।

    জামাল পুব জেলার শ্রোতা বাবুল হোসেন হৃদয় তাঁর চিঠিতে প্রশ্ন করছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কতজন উপস্থাপক রয়েছে? চীনে কয়েকটি বেতার কেন্দ্র কয়েছে? বতর্মানে বাংলা বিভাগে দু'একজন ছাড়া, সবাই উপস্থাপক। কেই কেউ খবর পড়েন , কেউ কেউ নিজের অনুষ্ঠান উপস্থাপন করেন। চীনা কর্মী ছাড়া, বাংলা বিভাগের দু'জন বাঙ্গলী কর্মীরাও আমাদের কোন কোন অনুষ্ঠান উপস্থাপন করেন। তাঁরা দু'জন পালা করে প্রত্যেক সপ্তাহের খবর পড়েন এবং মিতালী সহ অন্যান্য আসর উপস্থাপন করে থাকেন। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনের প্রত্যেক প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চলএবং শহরগুলোতে বেতার স্টেশন আছে। চীন আন্তর্জাতিক বেতার, চীনের কেন্দ্রীয় গণ বেতার চীন সরকারের দু'টো কেন্দ্রীয় বেতার। তা ছাড়া, সি সি টিভি অর্থাত চীনরে কেন্দ্রীয় টেলিভিশন চীন সরকারের কেন্দ্রীয় টিভি স্টেশন।

    বগুড়া জেলার শ্রোতা এস এম আবুসায়ীদ তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, চীন দেশের মানুষের গড় আয়ু কত? উত্তরে বলছি, একটি দেশে মানুষের আয়ু সেই দেশের সামাজিক অবস্থা, সে দেশের অর্থনৈতিক উন্নতির অবস্থা , চিকিত্সা নিশ্চয়তা ব্যবস্থা এবং বিজ্ঞান ও প্রযুক্তিরঅগ্রগতির অবস্থার সঙ্গে সম্পর্কিত । নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার আগে, চীনা নাগরিকদের গড় আয়ু মাত্র ৩৫ বছর। মুক্তি পাওয়ার পর অর্থাত নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর , ১৯৭৮ সালের আদম-শুমারি অনুযায়ী, চীনের পুরুষদের গড় আয়ু ৬৬.৯ বছর. নারীদের গড় আয়ু ৬৯ বছর। ১৯৮০ সালে চীনের অনেক বেশীর ভাগ অঞ্চলে মানুষের গড় আয়ু সত্তর বছর ছাড়িয়ে গেছে। চীনের অর্থনীতি এবং চীনা মানুষের জীবন অবিরাম উন্নত হওয়ার ফলে চীনের মানুষের গড় আয়ু বেড়েছে। চীনা মানুষের গড় আয়ু বাড়ানোর আরেকটি কারণ হল খাবার প্রথা পরিবর্তিত হয়েছে। চীনা নাগরিক এখন ফুলমুল আর শাকশবজী বেশী বেশী খেতে পছন্দ করেন। এক পরিসংখ্যাণ অনুযায়ী, ৬৫ বছর পর মানুষ সহজেই হৃত্পন্ডুরোগে আক্রান্ত হয়ে মরে যেতে পারে। সুতরাং শরীর স্বাস্থ্য বজায় রাখলে মানুষকে চর্বি জিনিস কম খেয়ে বেশী বেশী শাকশবজি ও ফুলমুল খেতে হবে। এ সব বেশী খেলে মানুষের শরীর স্বাস্থ্য থাকে পারে।

    গোপালগন্জ জেলার শ্রোতা সুজন আহমেদ তাঁর চিঠিতে

    জানতে চেয়েছেন, পেইচং ও নয়াদিল্লীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আছে কি? উত্তরে বলছি, বতর্মানে চীন আর ভারতের মধ্যে দু'টো বিমান লাইন আছে। একটি হল চীনের প্রাচ্য বিমান লাইন । এই লাইন চীনের পেইচিং ও নয়া দিল্লির মধ্যে চালু করা হয়। আরেকটি লাইন পেইচিং থেকে সাংহাই হয়ে নয়া দিল্লির মধ্যে আসা-যাওয়া হয়। এ দু'টো বিমান লাইন সপ্তাহে তিন বার পেইচিং এবং নয়া দিল্লির মধ্যে যাতায়াত করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন: চীনের জাতীয় পাতাকার রং লাল মানে কি?