v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-23 19:09:46    
আই এর খেন ও তার গান

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, শুরুতেই আপনাদের স্বাগতম ও একরাশ শুভেচ্ছে। আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি……, সুদুর পেইচিং থেকে আজ আপনাদের শিল্পী আই এর খেন সম্পর্কে কিছু কথা বলবো এবং তাঁর কয়েকটি গান শোনাবো।

    আই এর খেন পশ্চিম চীনের সিনচিয়াং প্রদেশের একটি শিক্ষকের বাড়িতে জন্ম গ্রহণ করেন। ১৯৯৯ সালে চীনের কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী-লাভ করার পর তিনি তার সুদর্শন চেহারা, বিশেষ কন্ঠ ও গিটারের নৈপুণ্য দিয়ে একজন পেশাদার সংগীত শিল্পী হিসেবে নিজের সংগীত দল-আই এর খেন প্রতিষ্ঠা করেন। তার গানে নতুনত্বের পাশাপাশি বিশেষ ধরনের আঞ্চলিকত স্টাইলও রয়েছে। তরুণ-তরুণীরা তার গান দারুণ পছন্দ করে।

(সংগীত-১)

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'কেন ফুলটা এতো লাল?' এটা হচ্ছে আদর্শ ছায়াছবির একটি গান। গানের প্রধান সুর পশ্চিম চীনের পামির মালভুমি অঞ্চলের লোক সঙ্গীত থেকে নেয়া হয়েছে। সঙ্গীত ক্ষেত্রের অনেক শিল্পীই এই গান নিজ নিজ স্টাইলে গেয়েছেন। সঙ্গীত রচনার সময় আই এর খেন বিভিন্ন ধারায় সঙ্গীতের বিন্যাস করে স্পেনীস গিটারের সুরকে মিশিয়েছেন। গানের ছন্দ আরো দ্রুতলয়ের পাশাপাশি সুমধুর হয়েছে। পুরো গানটিই যেন আধুনিককালের আধুনিকতায় মেশানো।

    আই এর খেনের সঙ্গীত প্রতিভা তুলনামূলকভাবে উল্লেখযোগ্য গান গাওয়া, যন্ত্র সংগীত এমনকি বচনার ক্ষেত্রে। বিশেষ করে গিটার বাজানোসহ তিনি সব কিছুই করতে পারেন। তিনি বেশ কয়েক বছর ধরে গিটারের সুরের ওপর গবেষণা করেছেন এবং শিখেছেন নতুন নতুন স্টাইল। তিনি স্পেনের ফ্লামেনকো এবং ল্যাটিন আমেরিকার সঙ্গীতসহ বিভিন্ন সঙ্গীতের উপাদান মিশিয়েছেন নিখুতভাবে। ফলে তার গিটার বাজানো শৈলীর পাশা পাশি, আন্তর্জাতিকায়নের ধারাও মিশে গেছে অবলীলায়।

(সংগীত-২)

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'বা লাং চাই'। সিনচিয়াং-এর মানুষ তরুণ ছেলেকে 'বা লাং চাই' ডাকে। গানটিতে সিনচিয়াংয়ের তরুণ ছেলেদের হাসি-খুশী ও মজাদার গুণের বর্ণনা করা হয়েছে। উইগুর জাতির ছন্দ দক্ষিণ আমেরিকার ল্যাতিন ও জ্যাজ এমনকি গ্রামীণ সঙ্গীতের সঙ্গে মিশে গেছে। মানুষের কানে টাটকা শ্রুতিমধুর অনুভুতি থেকে যায় বহু দিন।

    ২০০৪ সাল থেকে এ পর্যন্ত, আই এর খেন পর পর তিনটি এলবাম প্রকাশ করেছে। এলবামের গানগুলোর মধ্যে সিনচিয়াংয়ের ঐতিহ্যবাহী ছন্দের পাশা পাশি, R&B, রক, Bossa Nova, New Age এবং ইউরোপীয় ও আমেরিকান গ্রামীণ লোক সঙ্গীতের আধুনিক মানের সুক্ষ্ণ উপাদান রয়েছে।

(সংগীত-৩)

    আপনারা এখন যে গান শুনছেন, তার নাম 'শহরের রাত'। গানের কথা হলঃ শহরে রাত এখন নিরিবিলি। জনশূন্য রাস্তায় হেঁটে চলেছি, ভাবনাগুলো আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যায় ঠিক সিনেমার মতো। কার জন্য বাড়িতে যাবো না? উঁচু ভবনগুলো আমার মনোভাবকে তালা বদ্ধ করে দিয়েছে। ভাবনায়ও খুঁজে পাইনা যেন কোনটা আমার ফিরে যাবার পথ? এই শহর যেন মানুষকে পাগল করে দেয়।

    এতক্ষণ আপনারা আই এর খেনের গান 'শহরের রাত' শুনলেন। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমি শিল্পী আই এর খেনের অন্য আর একটি গান 'কোন উপায় নেই' শোনাবো। গানের কথা হলঃ বাতাসে দরজা উড়ে যাওয়ার মতো, এই বাতাসেই তুমি আস্তে আস্তে আমার দিকে আসছো। তোমার চোখ আমার হৃদয়ের দুঃখকে উদ্বেলিত করেছে। তুমি বলো, তুমি অপেক্ষা করছো। সত্যিকার ভালোবাসার জন্য অপেক্ষা করতেই হয়। আমি তো তোমার কাছেই যেতে চাই। কিন্তু যেতে পারি না। কেন, জানিনা? শুধু অপেক্ষা করতে পারি। জানি হয়তো তুমি তা কোনদিনই বুঝতে পারবে না? তবুও আমার এই বাতাসেই থেকে যাওয়া।

    এতক্ষণ আপনারা সিনচিয়াংয়ের শিল্পী আই এর খেনের গান 'কোন উপায় নেই' শুনলেন।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের জন্য শিল্পী আই এর খেনের কয়েকটি গান শোনালাম এবং এর তার সম্পর্কে কিছু কথা বললাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থেকে সুরের ভূবন শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার কথা হবে।