 ইরাকের পুলিশ ১৬ জানুয়ারী জানিয়েছে , পূর্ব বাগদাদের মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে ও অন্যান্য কয়েকটি অঞ্চলে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয় । কমপক্ষে ২ শোরও বেশি লোক এতে হতাহত হয়েছে ।
পুলিশ জানিয়েছে , সেদিন বিকালে ছাত্রছাত্রীরা স্কুল থেকে বাসায় যাওয়ার সময় মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে দু'টি গাড়ি হঠাত্ বিস্ফোরিত হয় , এতে ৬৫ জন নিহত আর ১৩২ জন আহত হয় । অধিকাংশ হতাহতরা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কর্মী ।
তা ছাড়া , শহরের কারাদা অঞ্চলে ও পূর্ব বাগদাদের সাদর সিটিসহ কয়েকটি অঞ্চলেও বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে ১৮ জন হতাহত হয় ।
|