চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহাপরিচালক চৌ সেন সিয়ান সম্প্রতি চীনের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একটি অধিবেশনে বলেছেন , এবছর চীনে প্রধান প্রধান বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমান বিপুল পরিমাণে হ্রাস পাবে ।
জানা গেছে , চীনে দূষণযুক্ত প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ এখনো নিয়ন্ত্রণে আনা হয় নি । গত বছর চীনে বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ ২ শতাংশ কমানোর যে একটি লক্ষ্যমাত্রা উপস্থাপন করা হয়েছে , তা এখনো বাস্তবায়িত করা হয় নি ।
তিনি বলেছেন , চীনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রধান প্রধান বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ ১০ শতাংশ কমানো সংক্রান্ত একটি কার্যক্রম সম্পন্ন করার জন্য এ বছর প্রধান প্রধান বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ কমানোর প্রচেষ্টা চালানো হবে । তিনি বলেছেন , এবছর চীনে বিদ্যুত্ , তেল , লৌহ ও ইস্পাত , কাগজ ও কাপড় রংসহ বিভিন্ন ক্ষেত্রে বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ কমানোর জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালানো হবে ।
|