১৭ জানুয়ারী চীনের মুদ্রা রেনমিনপি'র বিনিময় হার আরো হ্রাস পেয়েছে । এক মার্কিন ডলারের জন্য রেনমিনপি'র বিনিময় হার ৭.৭৭৯৮ ইউয়ান হয়েছে ।
এ থেকে বোঝা যায় , রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক সংস্কার ব্যবস্থা চালু হওয়ার পর রেনমিনপি'র মূল্য ৪.২৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে ।
২০০৫ সালের ২১ জুলাই চীনে বেশ কয়েকটি বিদেশী মুদ্রার ভিত্তিতে বাজারের সরবরাহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক নতুন ব্যবস্থা চালু হয়েছে । ফলে রেনমিনপি'র বিনিময় হার শুধু মার্কিন ডলারের অনুকরণ করা হবে না ।
রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক সংস্কার ব্যবস্থা চালু হওয়ার পাশাপাশি চীনে বিদেশী মুদ্রা বাজারের বিকাশ ত্বরান্বিত করার জন্য বেশ কিছু নিয়মবিধি প্রণয়ন করা হয়েছে , বাজারের লেনদেন ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা হয়েছে , বিদেশী মুদ্রার বিনিময় হার বিষয়ক ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক বিদেশী মুদ্রা বাজারের সঙ্গে খাপ খাওয়ার পদক্ষেপ দ্রুততর করা হয়েছে । বর্তমানে রেনমিনপি'র বিনিময় হার বিষয়ক নমনীয়তা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে ।
|