চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নতুন মুখপাত্র ইয়াং ঈ ১৭ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, এ বছর হচ্ছে তাইওয়ানের স্বাধীনতা বিরোধী ও তাইওয়ান প্রণালীর শান্তি রক্ষা করার গুরুত্বপূর্ণ সময়। মূলভূভাগ কোন মতে স্বাধীন তাইওয়ান সহ্য করবে না। যে কোন লোক যে কোন পদ্ধতিতেই হোক না কেন চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারবে না।
রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইয়াং ঈ বলেছেন, এ বছর তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত সংবিধান সংশোধনের মাধ্যমে বৈধভাবে তাইওয়ানের স্বাধীনতা অন্বেষণের চেষ্টা করতে পারে। এর ফলে দু'পারের সম্পর্ক কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হবে। মূলভূভাগ পক্ষ অব্যাহতভাবে শান্তিপূর্ণ একীকরণ, এক দেশ দুই সমাজ ব্যবস্থার মৌলিক নীতিতে অবিচল থাকবে, শান্তিপুর্ণ ও স্থিতিশীল উন্নয়নের দু'পারের সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাবে, অব্যাহতভাবে দু'পারের লোকজনের যাতায়াত সম্প্রসারণ করবে এবং আশা করে যত তাড়াতাড়ি সম্ভব মূলভূভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমণ বাস্তবায়িত হবে ও দু'পারের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদানসহ ডাক যোগাযোগ আর যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হবে।
জানা গেছে, ২০০৬ সালে দু'পারের পরোক্ষ বাণিজ্যিক মূল্য প্রথমবার ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ১০৭.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের তুলনায় তা ১৮ শতাংশ বেড়েছে। ২০০৬ সালে দু'পারের জনগণের যাতায়াত ও বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় ছিল।
|