রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেরগেই ইভানোভ ১৬ জানুয়ারী বলেছেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সামরিক সরন্জাম বিক্রি সংক্রান্ত চুক্তি অনুযায়ী রাশিয়া ইতোমধ্যেই ইরানের কাছে টোর-এম ১ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
এদিন ইভানোভ বলেছেন, রাশিয়া ইরানের কাছে "১৪০ কোটি মার্কিন ডলার মূল্যের টোর-এম ১ বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। তিনি বলেছেন, এই কার্যক্রম জাতিসংঘ ইরানকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত লঙ্ঘন করে নি। রাশিয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা করেছে। ইরান প্রতিরক্ষামূলক অস্ত্র ক্রয় করতে চাইলে রাশিয়া তার সঙ্গে সহযোগিতা করবে।
মার্কিন রাষ্ট্রীয় পরিষদের উপমুখপাত্র টম ক্যাসি এদিনে এক তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, যখন জাতিসংঘ ইরানের পরমাণু কর্মসূচীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমন সময় রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করে এক অসংগতিপূর্ণ সংকেতের সৃষ্টি করেছে।
|