চীনের ঔষধ তত্ত্বাবধান বিভাগ চলতি বছর থেকে ঔষধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান বা কারাখানায় তত্ত্বাবধায়ক পাঠানোর নীতি চালু করবে এবং ইজেকশনের মাধ্যমে ঔষধ , রক্ত ঔষধ এবং টিকা উত্পাদন করা শিল্পপ্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক পাঠাবে ,যাতে এসব শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধান জোরদার করা যায় ।
চীনের জাতীয় খাদ্যশস্য ও ঔষধ তত্ত্বাবধান ব্যুরোর প্রধান শাও মিংলি ১৭ জানুয়ারী বলেছেন, এ নীতির উদ্দেশ্য হল ঔষদের উত্পাদন প্রক্রিয়ায় বিষয়টিকে আরো নিশ্চিত করার মাধ্যমে ঔষধ শিল্প প্রতিষ্ঠানের নিয়মিত তত্ত্বাবধান ও পরীক্ষার ব্যবস্থা সচল রাখা , নিরাপত্তা জনিত সন্দেহ দূর করা এবং ঔষধ গ্রহণ থেকে দূর্ঘটনা প্রতিরোধ করা ।
|