v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-17 17:30:01    
প্রধানমন্ত্রী ওয়েন চিয়াওপাওয়ের ফিলিপাইন সফর ফলপ্রসূ হয়েছেঃ লি চাওসিং

cri
    ১৩ থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ফিলিপাইনের কেবুতে অনুষ্ঠিতআসিয়ান এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়া , চীন এবং আসিয়ান নেতাদের দশম সম্মেলন ,দ্বিতীয় আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয় নেতাদের সপ্তম সম্মেলনে সভাপতিত্ব করেছেন এবং আনুষ্ঠানিকভাবে ফিলিপাইন সফর করেছেন । এটা নতুন বছরে প্রতিবেশী দেশগুলোতে চীনের এক গুরুত্বপূর্ণ কূটনেতিক তত্পরতা । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সফরসঙ্গী লি চাওসিং বিশেষ বিমানে সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সফর এক বস্তুনিষ্ঠ, কার্যকর , বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয়এবং ফলপ্রসূ সফর ।

    লি চাওসিং বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের এবারের সফরের উদ্দেশ্য হল , পূর্ব এশিয়ার সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া । চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া তিন পক্ষের সহযোগিতাকে ত্বরান্বিত করা । সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্কের উন্নয়নের প্রবণতাকেরক্ষা করা । বস্তুনিষ্ঠসহযোগিতাকে গভীরতর করা এবং চীন ও ফিলিপাইনের সহযোগিতামূলক সম্পর্কেরউন্নয়ন ত্বরান্বিত করা ।

    এবারের পূর্ব এশিয় নেতৃবৃন্দেরধারাবাহিক সম্মেলনে প্রধানমন্ত্রীওয়েন চিয়াপাও সার্বিক ও গভীরভাবে চীন ও পূর্ব এশিয় সহযোগিতার নীতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন । আসিয়ান ও চীন নেতৃবৃন্দেরসম্মেলনে প্রধানমন্ত্রীওয়েন চিয়াপাও গত বছর নাননিং শহরে চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনের ঐকমত্য বাস্তবায়ন এবং দুপক্ষের সহযোগিতাকে জোরদার করা সম্পর্কিতপ্রস্তাবসহ সহযোগিতার প্রস্তাব উত্থাপন করেছেন ।

    তাছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৬পক্ষীয় বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান , উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করা সম্পর্কে চীনের নীতি বর্ণনা করেছেন । সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা সর্বসম্মতিক্রমে বলেছেন , তারা ৬ পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া সমর্থন করবেন এবং চীনের গঠনমূলক প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে ইচ্ছুক ।

    চীন- জাপান সম্পর্ক এবং দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্কের উন্নতির সঙ্গে সঙ্গে চীন , জাপান ও দক্ষিণ কোরিয় নেতৃবৃন্দের সম্মেলন এক বছর স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে । অন্যান্য পূর্ব এশিয় দেশ একে স্বাগত জানায় এবং এর উপর অনেক আশা রাখে ।সম্মেলনে ওয়েন চিয়াপাও উল্লেখ করেছেন , পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন , জাপান ও দক্ষিণ কোরিয়া এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং এশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধিকেত্বরান্বিত করার ঐতিহাসিক কর্তব্য ও গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে । তিন পক্ষকে তিনটি দেশ ও এই অঞ্চলের জনগণের অভিন্ন স্বার্থেরপক্ষে দাঁড়িয়ে হাতেহাত মিলিয়ে অগ্রসর হতে হবে এবং অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্যে করণীয় আবদান রাখতে হবে । তিনপক্ষের সহযোগিতার দিক হওয়া উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়িয়ে দেয়া , মনুষ্য আদানপ্রদান সম্প্রসারিত করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ের সমন্বয় জোরদার করা ।

    পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দরাসক্রিয়ভাবে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের উপরোল্লেখিত প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছেন । ধারাবাহিক সম্মেলনে অংশগ্রহণের পর ওয়েন চিয়াপাও ফিলিপাইনে আনুষ্ঠানিক সফর করেছেন । তিনি ফিলিপাইনের সরকার ও সংসদের বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন । তিনি প্রেসিডেন্ট আরোয়োর সঙ্গে বৈঠকে দুদেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে একমত হয়েছেন এবং ব্যাপক ক্ষেত্র জড়িত ১২টি সহযোগিতামূলক দলিলে স্বাক্ষর করেছেন ।

    লি চাওসিং বলেছেন , প্রেসিডেন্ট আরোয়ো বেশ কয়েকবার বলেছেন , ফিলিপাইন ও চীনের সম্পর্কচমত্কার সময়ে রয়েছে । চীন-আসিয়ান সম্পর্কের উন্নয়ন দুদেশের সহযোগিতার জন্যে উজ্জ্বল ভবিষ্যত সুগম করেছে । দুপক্ষ সুযোগকে কাজে লাগিয়ে পারস্পরিক উপকারিতার সহযোগিতাকে আরও সম্প্রসারিত করতে ইচ্ছুক ।

    সফরকালে ওয়েন চিয়াপাও দক্ষিণ কোরিয়া , জাপান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত প্রভৃতি দেশের নেতাদের সঙ্গেও সাক্ষাত করেছেন ।