মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টম ক্যাসি ১৬ জানুয়ারী ওয়াশিংটনে বলেছেন,ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের প্রধান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান কিম গিয়ে গুয়ান জার্মানীর বার্লিনে এক বৈঠকে ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা করেছেন ।
তিনি বলেছেন, তাঁদের বৈঠকের উদ্দেশ্য হল অনুষ্ঠিতব্য নতুন দফার ছ'পক্ষীয় বৈঠকে সাফল্য অর্জন করা ।
পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশন ২০০৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার পর, উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের আরোপিত আর্থিক শাস্তির বিরুদ্ধে বিরোধীতা করার জন্য বন্ধ হয়ে যায় । বিভিন্ন পক্ষের প্রয়াসে ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় অধিবেশন ২০০৬ সালের ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । কিন্তু এতে কোনো অগ্রগতি অর্জিত হয় নি । সম্মেলনে প্রকাশিত "চেয়ারম্যান বিবৃতিতে" বলা হয়েছে যে, বিভিন্ন পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক পুনরায় শুরু করার ব্যাপারে একমত হয়েছে ।
|