সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আলি মোহামেদ গেডি ১৬ জানুয়ারী বাইদোয়ায় বলেছেন, আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনী চলতি মাসের শেষে সোমালিয়ায় নিযুক্ত হবে।
সোমালিয়ার সংসদে ভাষণ দেয়ার সময় তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, মালাউই ও উগান্ডাসহ বিভিন্ন দেশের বাহিনী নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন বাহিনী দুই সপ্তাহে সোমালিয়ায় নিযুক্ত হবে।
২০০৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গৃহীত এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়ন ও পূর্ব-আফ্রিকা সরকারী উন্নয়ন সংস্থাকে সোমালিয়ায় শান্তি রক্ষী বাহিনী পাঠানোর ক্ষমতা দিয়েছে। যাতে সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করা যায়।
|