পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান ১৬ জানুয়ারী বলেছেন, এ দিন ভোরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান সংখ্যালঘু সম্প্রদায় অধুষিত এলাকায় সশস্ত্রব্যক্তিদের গোপন আস্তানার ওপর বিমান হামলা চালিয়েছে। এতে ৮জন সশস্ত্রব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে।
সুলতান পাকিস্তানের জাতীয় টি ভি কেন্দ্রকে জানিয়েছে, সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যে দেখা গেছে, দক্ষিণ ওয়াজিরিস্তানের অনেক ভবনে পাকিস্তানের বাইরে থেকে আসা এবং স্থানীয় ২৫—৩০ সশস্ত্রব্যক্তি ছিল।এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর ১৬ জানুয়ারী ভোর ৬টা ৫৫ মিনিটে নিরাপত্তা বাহিনী বোমাবর্ষণ করে। এতে ৫টি ভবনের মধ্যে ৩টি ধ্বংস হয়। বিমান হামলায় কয়েক বিদেশী সশস্ত্রব্যক্তি ও তাদের অনুসারীরা নিহত হয়েছে।
|