v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-16 18:50:32    
সফর শেষ ওয়েন চিয়া পাও পেইচিংয়ে এসে এসেছেন

cri

 চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৬ জানুয়ারী ফিলিপাইনে তাঁর আনুষ্ঠানিক সফর শেষ করে পেইচিংয়ে ফিরে এসেছেন।

 একই দিন ওয়েন চিয়া পাও ম্যানিলায় পৃথক পৃথকভাবে ফিলিপাইন সিনেটের স্পীকার মানুয়েল বি ভিল্লার ও প্রতিনিধি পরিষদের স্পীকার জোসে দে ভেনেসিয়া জুনিয়রের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তিনি বলেছেন, এবারের ফিলিপাইন সফর ফলপ্রসূ হয়েছে। দু'পক্ষ দ্বিপক্ষিয় সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার ক্ষেত্রে অনেক নতুন বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। এ ছাড়াও চীন ও ফিলিপাইনের কৌশলগত সহযোগিতা সংক্রান্ত অভিন্ন কর্মসূচী পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্তও নিয়েছে, যাতে করে আরো ভালোভাবে দু'দেশের সূদীর্ঘকালীন সহযোগিতার পরিকল্পনা করা যায়। তিনি বলেছেন, চীন অবিচলিতভাবে "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে বসবাস করা ও প্রতিবেশী দেশগুলোর অংশীদার হওয়ার লক্ষ্যে নিকটবর্তী কূটনৈতিক নীতি অনুসরণ করবে, ফিলিপাইনের সঙ্গে পারস্পরিক আস্থা বাড়াবে, সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের সম্পর্ককে নিরন্তরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।

 একই দিন প্রকাশিত দু'দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দু'দেশের নেতৃবৃন্দের রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা ও সংলাপে অর্জিত অগ্রগতির প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। চীন ও ফিলিপাইনের সম্পর্ক এখন অংশীদারিত্বের সম্পর্কের সোনালী যুগে আছে। দু'দেশের নেতারা শান্তি ও উন্নয়নের উদ্দেশ্যে চীন ও ফিলিপাইনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরো গভীর নিয়ে যেতে রাজি হয়েছেন।