এখন চীন দেশি ও বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয় কর একীকরণ বিল প্রণয়ন করছে। চীনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বলেছেন, দুটি আয় কর একীকরণ নীতির বাস্তবায়ন বিদেশী পুঁজির চীনে প্রবেশের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না।
১৫ বছর আগেই চীন দেশি ও বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের আয় কর আদায়ের দুই রকম পদ্ধতি চালু করে। এ পদ্ধতিতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আয় করের হার প্রায় বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের দ্বিগুণ । এ ব্যবস্থা কার্যকর করার প্রথম দিকে বিদেশী পুঁজি আকর্ষণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তি ও বাজার অর্থনীতির ক্রমাগত স্বয়ংসম্পূর্ণতার সঙ্গে সঙ্গে কর আদায় ক্ষেত্রে"বিদেশীকে গুরুত্ব দেয়া , দেশীকে উপেক্ষা করার বৈষম্যমূলক নীতি সুবিন্যস্ত করতেই হবে।
বিশেষজ্ঞরা বলেছেন, এ বারের সুবিন্যস্তকরণ বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো বিন্যাসের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের সৃষ্টি করবে। বিশ্লেষণ অনুযায়ী, দুই ধরনের আয় কর একীকরণের পর রপ্তানীকারী কিছু বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ-সুবিধা বেশি এমন দেশ বা অঞ্চলে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তবে চীনের অভ্যন্তরীণ বাজারের ওপর আশাবাদী আন্তঃদেশীয় বড় শিল্পপ্রতিষ্ঠানের ওপর তেমন প্রভাব ফেলবে না।
|