চীনের সর্বোচ্চ গণ আদালত ১৫ জানুয়ারী মেধাস্বত্ব সংক্রান্ত বিচার কাজ জোরদার করার ওপর একটি মতামত প্রকাশ করেছে। মতামতে বলা হয়েছে যে, আইন অনুসারে মেধাস্বত্ব অপরাধ কঠোরভাবে শাস্তি যোগ্য এবং ক্ষতিপুরণের আদেশ দেয়াসহ নানা ব্যবস্থার মাধ্যমে অর্থ ক্ষেত্রে অপরাধীদের পুনরায় অপরাধ করার সামর্থ্য ও শক্তিকে খর্ব করা হবে।
মতামতে বলা হয়েছে, মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়গুলোতে যথাযথভাবে ফৌজদারী আইনের দায়িত্ব পালন করা উচিত। আইন অনুসারে বিভিন্ন ফৌজদারী শাস্তিমূলক ব্যবস্থা ব্যবহার করা যায়। আইন অনুসারে মেধাস্বত্ব সম্পর্কিত অপরাধ তত্পরতার কঠোর শাস্তি দেয়া হবে। উপযুক্ত শাস্তি দেয়ার পাশাপাশি অর্থদন্ডের প্রয়োগ ও কার্যকরের মাত্রা জোরদার হবে। অন্যায়লব্ধ দ্রব্যাদি প্রত্যর্পণ করা, অপরাধ যন্ত্র গ্রহণ করা, মেধাস্বত্ব লঙ্ঘনকারী দ্রব্য ধ্বংস করা এবং ক্ষতিপুরণের আদেশ দেয়াসহ কঠোর ব্যবস্থার মাধ্যমে অর্থ ক্ষেত্রে অপরাধীদের পুনরায় অপরাধ করার সামর্থ্য ও শক্তিকে খর্ব করা হবে।
মতামতে আরো বলা হয়েছে, আইন অনুসারে মেধাস্বত্বের দেওয়ানী বিবাদের পরিশোধ ও দেওয়ানী মামলার শাস্তি দেয়ার মাত্রাও জোরদার করা হবে। প্রাকৃতিক লোক যুক্তিযুক্ত মানসিক ক্ষতিপুরণ পাবেন।
|