চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু সম্প্রতি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউন নান প্রদেশ পরিদর্শনের সময় বলেছেন, বিভিন্ন জাতির সংহতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষে চীনের সংখ্যালঘু জাতি অধুসিত অঞ্চলের উন্নয়ন সম্পর্কে বেশি গুরুত্ব দেয়া হবে।
তিনি ১১ ও ১৫ জানুয়ারী , ইউন নান প্রদেশের কৃষকদের খোঁজ -খবর নিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগগুলোর উচিত যথাযথ ব্যবস্থা নেয়া। এটি সংখ্যালঘু জাতি অধুসিত অঞ্চলের সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের জন্য সহায়ক হবে। নতুন ধরণের গ্রামীণ ব্যবস্থা গড়ে তোলার জন্যে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে। যাতে আধুনিক কৃষি শিল্প ভালভাবে বাস্তবায়ন করা যায় । একই সঙ্গে সংখ্যালঘু জাতির অধিবাসীদের শিক্ষা, চিকিত্সা গ্রহণ এবং টেলিভিশন অনুষ্ঠান উপভোগসহ দারিদ্র্য সমস্যার সমাধান করা সম্ভব হবে।
|