১৬ জানুয়ারী মার্কিন হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০০৭ সালের "অর্থনীতির অবাধ সংখ্যা"রিপোর্টে বলা হয়েছে, হংকং পরপর ১৩বছর বিশ্বের সবচেয়ে অবাধ আর্থিক সিস্টেম পুরস্কার লাভ করেছে ।
রিপোর্টে বলা হয়েছে, হংকং -এ শিল্পপ্রতিষ্ঠানের শুল্ক খুব কম, হংকংয়ের শুল্কের মোট মূল্য আঞ্চলিক জি.ডি.পি.'র পরিমাণের চেয়ে অনেক কম । তাছাড়া, হংকংয়ে বৈদেশিক পুঁজির ওপর নীতিমালা শিথিল ।
মার্কিন হেরিটেজ ফাউন্ডেশন মনে করে, হংকং হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের অন্যতম । হংকং বিশেষ প্রশাসন সরকার আর্থিক পরিসেবা শিল্পের ওপর উচ্চ শুল্ক হার প্রয়োগ করে না প্রতি কম বাঁধা দেয় এবং তত্ত্বাবধানের ব্যবস্থাও খুব ভালো। তাছাড়া, হংকংয়ের আইন স্বাধীন ও ন্যায়সঙ্গত হওয়ায় সেখানে আর্থিক কার্যক্রম সুনিশ্চিত করা সম্ভব।
|