চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৬ জানুয়ারী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বলেছেন, তার এবারের সফর ফলপ্রসূ হয়েছে। দু'পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণ ও আরো অনেক নতুন বিষয়ে একমত হয়েছে। দু'পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, চীন-ফিলিপাইন কৌশলগত সহযোগিতা সংক্রান্ত যৌথ চুক্তির ব্যবস্থা দ্রুততর করবে, যাতে আরো ভালোভাবে দু'দেশের সহযোগিতা ব্যবস্থাপকে দীর্ষ স্থায়ী করা যায়।
ফিলিপাইন সিনেটের প্রেসিডেন্ট মান্নি ভিলার ও লোকসভার প্রেসিডেন্ট জোস দি ভেনেসিয়া জুনিয়ারের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়াপাও এ কথা বলেছেন। তিনি বলেছেন, চীন-ফিলিপাইন শান্তি ও উন্নয়নের কৌশলগত সম্পর্ক উন্নয়নের ওপর চেষ্টা করে। এটা যুগোপযোগী, এর পাশা পাশি রয়েছে দু'দেশের জনগণের অভিন্ন ইচ্ছা। চীন প্রতিবেশী দেশকে বন্ধু ও অংশীদার হিসেবে গ্রহণ করার নীতি অনুসরণ করতে থাকবে। ফিলিপাইনের সঙ্গে পারস্পরিক আস্থা বাড়ানো এবং সহযোগিতা জোরদার করবে। যাতে দু'দেশের সম্পর্ক ত্বরান্বিত করা যায়।
|