বগুড়া জেলার শ্রোতা শ্রী নিখিল চন্দ্র বর্মন তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিতি শ্রোতা। প্রায়ই আপনাদের বাংলা অনুষ্ঠান শনে থাকি। আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে।মঙ্গলবারের চলুন না বাড়িয়ে আসি, বুধবারের মুখোমুখি, শনিবারের মিতালী আমাদের কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। উল্লেখযোগ্য যে ,গত দু বছরে সি আর আইএর বাংলা অনুষ্ঠান সত্যিই অনেক উন্নত হয়েছে। আমাদের জন্যে এত সুন্দর অনুষ্ঠান পরিবেশ করার জন্য ধন্যবাদ। আশা করি , ভবিষ্যতে আরও বেশি সুন্দর অনুষ্ঠান প্রচারিত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা অবশ্যই যথাসাধ্য প্রচেস্টা চালাবো। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন। কারণ শ্রোতাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।
চাঁদপুর জেলার শ্রোতা মো: নাসির খান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে ' এসো চীনা শিখি' অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি কোন দিন এ অনুষ্ঠান শুনতে মিস করি না। কিন্তু দু:খের ব্যাপার এই যে, প্রবল ইচ্ছা থাকা স্বত্ত্বেও আমি চীনা শিখাতে পারছি না। কারন, আমি যখন সি আর আই এর পরিচয় পাই—ততদিন ' এসো চীনা শিখির অগনিত পর্ব পার হয়ে গেছে। সুতরাং মাঝপথে এসে একটা ভাষা শিখতে চেষ্টা করা 'বোকার স্বগে' বাস করার শামিল। তাই যদি সম্ভব হয় আমাকে একখানা 'চীনা ভাষা শেখার বই সরবরাহ করলে কৃতজ্ঞ থাকব। প্রিয় বন্ধু, চীনা শিখায় আপনার এত বেশী কৌতুহল দেখানো হয়েছে বলে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আপনি ছাড়া , আরও অনেক শ্রোতা আমাদেরকে চীনা ভাষা শেখার বই পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু দু:খের ব্যাপার হল, এখন পযর্ন্ত এ বই ছাপানোর বম্ভবনা হয়নি। এটা সত্যিই একটি সময়সাপেক্ষ ব্যাপার। কারণ এ বই ছাপানো হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন পাওয়া উচিত। অবশ্যই এ জন্য আমাদের উদ্যোগ কোন দিন থামে নি। আমার বিশ্বাস যে দিন আমাদের এই বই ছাপানো হয় সে দিন আমাদের কাছে বেশ দূর নয়। আশা করি নিয়মিত আমাদের এই চীনা ভাষা শিখার অনুষ্ঠান শুনবেন। আমার মনে হয়, যত বেশ বার শুনবেন তত বেশি শিখতে পারবেন। তা ছাড়া, যদি আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন মতামত থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লেখে জানাবেন। কারন আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করা জন্যে শ্রোতাদে ভাল ভাল পরামর্শ দরকার। দীর্ঘকাল ধরে আপনার মত শ্রোতা আমাদের অনুষ্ঠানের দিকে মনোযোগ দিয়ে শুনে এসেছেন বলে আমি বাংলা বিভাগের পক্ষে থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদপুদ জেলার শ্রোতা মো: নিসির খান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। আমি নিয়মিত আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। আপনাদের সকল অনুষ্ঠান আমার ভাল লাগে। আমার গ্রামে আরও কয়েকজন সদস্য আছে। তাঁরাও সি আর আই এর ভক্ত শ্রোতা। আমরা মাঝে মাঝে এক সঙ্গে বসে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। খুব মজার ব্যাপার। আপনাদের অনুষ্ঠান শোনার সঙ্গরে সঙ্গে আমরা অনুষ্ঠান নিয়ে আলোচনাও করে থাকি। কোন কোন সময় আমাদের মধ্যে অনুষ্ঠান নিয়ে তর্কবিতর্কও হয়। এক কথায় আমরা সি আর আই এর বাংলা অনুষ্ঠান পছন্দ করি। তবু এ সব অনুষ্ঠানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল প্রত্যেক শনিবারের মিতালী। আমার মনে হয়, এ অনুষ্ঠান আমাদের শ্রোতাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান। এ অনুষ্ঠান শুনতে খুবই ভাল লাগে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা করবো। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত ও প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।
চুয়াডাংগী জেলার শ্রোতা মো: ইনতাজ আলী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতিদিন বিশ্বব্যাপী ঘটনা জানতে পারি। বিশেষভাবে চীন সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছি। আপনাদের অনুষ্ঠান আগের চাইতে সত্যিই অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনের মানও আগের চেয়ে ভাল হয়েছে। অনুষ্ঠান এক ঘন্টা প্রচারিত হলে আমরা আরও বেশী তথ্য জানতে পেরেছি। আশা করি সি আর আই এর বাংলা অনুষ্ঠান ভবিষ্যেত আরও সুন্দর হবে। ধন্যবাদ প্রিয় বন্ধু। আমাদের অনুষ্ঠান আরও উন্নত ও সুন্দর করার জন্যে আমরা অবশ্যই চেষ্টা করবো। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
চুয়াডাঙ্গা জেলার শ্রোতা জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। এ সব অনুষ্ঠানের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল চলুন বেড়িয়ে আসি, মুখোমুখি এবং মিতালী। সময় পেলে আমি রেডিওয়ের পাশে বসে আপনাদের অনুষ্ঠান শুনি। আপনাদের উপস্থাপনার মানও আগের চেয়ে ভাল হয়েছে। অনুষ্ঠানের বিষয়বস্তুও আগের চেয়ে সমৃদ্ধ। আশা করি, আপনাদের বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি এত সুন্দর চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। প্রায়ই আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে ভাল ভাল পরামর্শ উপস্থাপন করেন। এ জন্য আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কোন মতামত থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।
ভারতের পশ্চিম বঙ্গের শ্রোতা আসিম জ্যোতি ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। দীর্ঘকালধরে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমি আপনাদের অনুষ্ঠান খুব পছন্দ করি। যখন আমি বসে বসে আপনাদের অনুষ্ঠান শুনি তখন আমি খুব মন দিয়ে শুনি। খুব মজা পাই সত্যিই। আমি চীনা ভাষা শিখার অনুষ্ঠান বেশ পছন্দ করি। অনেক কিছু চীনা শব্দও শিখেছি। কিন্তু এখন পযর্ন্ত আমি চীনা শিখার বই পাই নি। দয়া করে আমাকে একটি বই পাঠাবেন। তাহলে খুব খুশী হবো। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। চীন সম্বন্ধে কোন প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কোন মতামত থাকে আমাদের চিঠিও লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরামর্শ দরকার।
|