১৫ জানুয়ারী হামাস কোনদিনই ইসরাইলকে স্বীকার না করার কথা আবার ঘোষণা করেছে।
হামাস নেতা, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া লেবাননের হিজবুল্লাহ সংগঠনের আল-মানার টি ভি স্টেশনকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, হামাস কোনদিনই ইসরাইলকে স্বীকার করবে না এবং এ বিষয়ে কোনো আপোষ করবে না।
এ দিন মধ্য-প্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ও ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে তিনপক্ষীয় বৈঠক আয়োজন করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করতে রাজী হয়েছেন। কিন্তু এর পর ওলমার্ট এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে অংশ নেয়ার আগে ফিলিস্তিন সরকারের ইসরাইলকে স্বীকার করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি গ্রহণ করতে হবে।
|