v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-15 19:41:50    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১/১৫

cri

 চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, গ্রামীণ শিক্ষা ও উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয় স্থাপন এ দুটি প্রধান কৌশলগত দিক ছাড়াও চীনের শিক্ষা ক্ষেত্রের আরেকটি প্রধান দিক হচ্ছে পেশাগত শিক্ষা। এর জন্য চীন সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। যাতে পেশাগত শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত করা যায়। বর্তমানে পেশাগত শিক্ষার ব্যাপারে চীনাদের আগ্রহ কিছুটা বেড়েছে। কিছু দিন আগে আমাদের সংবাদদাতা চিয়াংশি প্রদেশের ফেংলিয়াং আন্তর্জাতিক শিল্পকলা ইনস্টিটিউটে গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন। ১৫ জানুয়ারী বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই ইনস্টিটিউট ও চীনের পেশাগত শিক্ষা সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 সাম্প্রতিক বছরগুলোতে চীনের পল্লী অঞ্চল ও শহরের ব্যবধানের কথা অনেকেই বলেন। এই ধরনের ব্যবধান শুধু অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের কথাই প্রতিফলিত হয় নি। সাংস্কৃতিক জীবনেও তা লক্ষণীয়। ২০০২ সালের এপ্রিল মাসে চীন সরকার জাতীয় সাংস্কৃতিক তথ্য উপভোগ প্রকল্পের কাজ শুরু করে। এই প্রকল্পের লক্ষ্য হলো ওয়েবসাইট ও উপগ্রহের মাধ্যমে সাংস্কৃতিক তথ্যকে সমগ্র দেশে , বিশেষ করে প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে পাঠানো, যাতে সেখানকার অধিবাসীরা এ সব আধুনিক তথ্য কাজে লাগানোর সুযোগ পায়। ১৬ জানুয়ারী সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিউ ছিয়েন এই প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন পড়ে শোনাবেন।

 চীনের শহরগুলোর উন্নয়নের সঙ্গে সঙ্গে শহরগুলোর বিভিন্ন পাড়ার গঠনকাজও ক্রমশই পরিপক্ক হচ্ছে। পাড়া কমিটিগুলোর কর্মীরা নিষ্ঠার সঙ্গে অধিবাসীদের চমত্কার পরিসেবা প্রদান করছেন। শুধু তাই নয়, বিভিন্ন পাড়ার অধিবাসীদের গণ সচেতনতাও বেড়ে চলেছে। সবাই পাড়াগুলোকে একেকটি সম্প্রীতিময় আবাসভূমি হিসেবে গড়ে তোলার জন্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৭ জানুয়ারী সমাজ দর্পন আসরে শি চিং উ চীনের কয়েকটি শহরের 'পাড়া' সম্পর্কে কিছু বলবেন।

 কিছু দিন আগে "সুন্দরী কিশোরী" শিরোনামে চীনের তৃতীয় মডেল নির্বাচনের ফাইনাল প্রতিযোগিতা দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের বিভিন্ন অঞ্চলের বাছাই করা ৪৮ জন মেয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সাঁতারের পোশাক, সন্ধ্যাকালীন পোশাকসহ নানা ধরনের পোশাক প্রদর্শনের মাধ্যমে কনিষ্ঠতম মেয়ে সিনচিয়াং উইগুর জাতির ১৪ বছর বয়সী গুফিয়া "দশজন শ্রেষ্ঠ মডেল" এর মধ্য থেকে নির্বাচিত হয়ে "নির্বাচন কমিটির বিশেষ পুরস্কার" পেয়েছে। ১৯ জানুয়ারী কন্যা জায়া জননী আসরে চুং শাও লি আপনাদের সঙ্গে সেই সুন্দরী মেয়ে গুফিয়ার পরিচয় করিয়ে দেবেন।

 উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগুলোর মধ্যে তাতার জাতি একটি সবচেয়ে কম লোকসংখ্যার জাতি । এই জাতির লোকসংখ্যা মাত্র ছ'হাজার। তারা প্রধাণতঃ সিনচিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন। যদিও তাতার জাতির লোকসংখ্যা কম, কিন্তু তার ভাষা ও সংস্কৃতি বরাবরই নিজ জাতির বৈশিষ্ট্যসম্পন্ন। তাতার জাতির বয়স্কদের মধ্যে নিরক্ষরতা যে দেখা যায় না, তার মূলে রয়েছে শিক্ষা বিশেষ করে ঘরোয়া শিক্ষার ওপর এই জাতির গুরুত্ব দেয়া। ২০ জানুয়ারী ওরা অনন্য আসরে থাং ইয়াও খান "তাতার জাতির ভাষা ও সংস্কৃতির প্রসার" নামে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।