চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , ২০০৬ সালের শেষ নাগাদ চীনে ফসলের গাছ কাজে লাগিয়ে ১২ লাখ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন বেশ কয়েকটি প্রকল্প নির্মাণ করা হচ্ছে ।
১৫ জানুয়ারী রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সূত্রে জানা গেছে , চীনে ফসলের গাছ কাজে লাগিয়ে নির্মিয়মান বিদ্যুত্ উত্পাদনকারী প্রকল্পগুলো শাংতুং , চিলিন , চিয়াংসু , হোনান, হেইলুংচিয়াং ও লিয়াওনিনসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে আছে । ফসলের গাছ কাজে লাগিয়ে ৮০ হাজার কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন আরো তিনটি প্রকল্প চালু হয়েছে ।
জানা গেছে , চীনে প্রতি বছর ফসল কাটার পাশাপাশি ৬০ কোটি টন ফসলের গাছ অব্যবহৃত থেকে যায় । ফসলের গাছ কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর ফলে যেমন ফসলের গাছ জ্বালানোর জন্য সৃষ্ট দূষণ বিপুল পরিমাণে হ্রাস পাবে , তেমনি স্থানীয় অর্থনীতির উন্নয়নও ত্বরান্বিত করা যাবে ।
|