অর্থনীতির বিকাশ দ্রুত বেড়ে যাওয়ার পাশাপাশি চীনের মূলভূভাগ বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া প্রদর্শনী বাজারে পরিণত হয়েছে । ২০০৬ সালে চীনের মূলভূভাগে অনুষ্ঠিত নানা রকম প্রদর্শনীর সংখ্যা ৩ হাজার ৮ শোটিতে দাঁড়িয়েছে ।
১৪ জানুয়ারী শাংহাইয়ে শুরু চীনের প্রদর্শনী আর্থনীতি বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরাম সূত্রে জানা গেছে , চীনের মূলভুভাগে নানা রকম প্রদর্শনী থেকে প্রত্যক্ষ আয় ১৪ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । কিন্তু সারা বিশ্বের প্রদর্শনী থেকে ৩ শো বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ আয়ের তুলনায় চীনের মূলভূভাগের প্রদর্শনীর আয় এখনো অনেক পিছিয়ে । এটা চীনের দ্রুত বৃদ্ধি পাওয়া সার্বিক শক্তি ও প্রভাবের সঙ্গে খাপ খাচ্ছে না ।
তিন দিনব্যাপী এই ফোরাম চলাকালে অংশগ্রহণকারীরা প্রদর্শনী অর্থনীতির ব্যাপারে চীনের ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নের প্রভাব এবং বিশ্ব মেলা প্রদর্শনী অর্থনীতির জন্য বাণিজ্যিক সুযোগ বয়ে আনাসহ বিভিন্ন আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আলোচনা করবেন ।
|