চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই ১৫ জানুয়ারী প্রতিশ্রুতি দিয়েছেন, চীন সরকার বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত কমানোকে চলতি বছর চীনের বৈদেশিক বাণিজ্য উন্নয়নের প্রধান কাজ হিসেবে নির্ধারণ করেছে।
একই দিন পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় বাণিজ্য বিষয়ক কার্য সম্মেলনে বো সি লাই বলেছেন, বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত অতিরিক্ত বেশি হলে চীনের অভ্যন্তরীণ অর্থনীতির ভারসাম্য উন্নয়ন এবং বৈদেশিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার টেকসই উন্নয়নের জন্য প্রতিকূল হবে। তিনি সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণ বাণিজ্য নীতি স্বয়ংসম্পূর্ণ করা, রপ্তানীর কাঠামো সুবিন্যস্ত করা, বাস্তবভাবে চীনের জ্বালানি সম্পদ ব্যয়বহুল ও সার্বিক মুনাফা কম পণ্যের রপ্তানির পরিমাণ কমানো এবং সক্রিয় ব্যবস্থার মাধ্যমে উন্নত মানের প্রযুক্তিগত সাজসরঞ্জামসহ চীনের প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর আদেশ দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোয় চীনের বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই দুটি বাণিজ্যিক অংশীদারের প্রতি বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর ফলে চীনের বৈদেশিক বাণিজ্যিক পরিবেশের অবনতি হয়েছে এবং বাণিজ্যিক জটিলতা বেড়েছে।
|