১৫ জানুয়ারী প্রকাশিত "চীনের পরিবেশ সুরক্ষার গণ সূচক-২০০৬" থেকে জানা গেছে, পরিবেশ সমস্যা চীনের জনসাধারণের অন্যতম সবচেয়ে মনোযোগী সমস্যায় পরিণত হয়েছে।
৬০ শতাংশেরও বেশি জনসাধারণ পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে চীন সরকারের প্রয়াসের প্রশংসা করেন।
জরীপ অনুযায়ী, ৬১ শতাংশ চীনা নাগরিক মনে করেন, চীন সরকার পরিবেশ সুরক্ষার ওপর "অত্যন্ত গুরুত্ব" বা "অপেক্ষাকৃত গুরুত্ব" দেয়। কেবল ৪ শতাংশ লোক মনে করেন, চীন সরকার এ ক্ষেত্রে গুরুত্ব দেয় না।
জরীপে বলা হয়েছে, খাদ্যের নিরাপত্তা, পানীয় জল ও বায়ুর দূষণ হচ্ছে পরিবেশ সুরক্ষা সম্পর্কিত চীনা জনগণের সবচেয়ে মনোযোগী সমস্যা।
যদিও চীন সরকার ও বেসরকারী পরিবেশ সুরক্ষার সচেতনতা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু "গণ সূচক-২০০৬"-এ চীনা নাগরিকদের পরিবেশ সুরক্ষার সচেতনতার দিক ও পরিবেশ সুরক্ষার আচরণ সংক্রান্ত রায় সবই ৬০ পয়েন্টের নীচে। এ দুটি নিম্ন রায় চীনা জনগণের পরিবেশ সুরক্ষার সচেতনতার ওপর আরেক বার সর্তক বাণী উচ্চারণের মতই।
|