v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-15 19:32:38    
নেপালের স্পীকার ও লি টিয়েন ইং এর সাক্ষাত্

cri

    নেপালের সংসদের স্পীকার স্বভাশ চন্দ্র নেমওয়ান ১৪ জানুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান লি টিয়েন ইংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

 লি টিয়েন ইং চীন ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, চীন ও নেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধেকেরও বেশি শতাব্দিতে দু'দেশের সম্পর্ক বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি মেনে চলে আসছে। দু'দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সফর ঘন ঘন হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে সুষ্ঠু সহযোগিতা অবলম্বন করেছে। চীন ও নেপালের সম্পর্ক ভিন্ন সমাজ ব্যবস্থার দেশ হলেও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের আদর্শ বলা যায়।

 লি টিয়েন ইং বলেছেন, নতুন বছরের শুরুর দিকে চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি দলের নেপাল সফরের উদ্দেশ্য হচ্ছে দু'দেশের জনগণের মধ্যকার ঐতিহ্যিক মৈত্রীকে বাড়ানো, দু'দেশের আইন প্রণয়ন সংস্থার মধ্যে বিনিময় ও সহযোগিতাকে জোরদার করা।

 নেমওয়ান লি টিয়েন ইংয়ের কথা সমর্থন করেছেন । চীন সরকার দীর্ঘকাল ধরে নেপাল সরকারকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে, এর জন্য নেমওয়ান কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি পুনরায় ঘোষণা করেছেন, নেপাল সরকার তিব্বত , তাইওয়ান সমস্যায় অব্যাহতভাবে এক চীনের নীতি অনুসরণ করবে। নেমওয়ান চীনের অর্থনৈতিক ক্ষেত্রে অর্জিত বিরাট সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি মনে করেন, চীনের দ্রুত বিকাশ কেবল চীনা জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে তাই নয়, বরং তা এই অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্যও হিতকর।

 লি টিয়েন ইং চীনের জাতীয় গণ কংগ্রেসের পক্ষ থেকে নেপালী সংসদকে ৫ লাখ ইউয়ান রেনমিনপি মূল্যের অফিসে ব্যবহার্যদ্রব্য উপহার দিয়েছেন। নেমওয়ান এ জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন।