চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় ১৫ জানুয়ারী বলেছে যে, গতবছর চীনের মূলভূভাগের অধিবাসীদের বিদেশ যাতায়াতে ভ্রমণকারীদের মোট সংখ্যা ৩.৫ কোটিরও বেশি। গতবছর অনুরূপ সময়ের তুলনায় তা ১১.২৭ শতাংশ বেড়েছে। মূলভূভাগের বাইরে বেশি ভ্রমণ করা দেশ ও অঞ্চল হচ্ছে হংকং, ম্যাকাও এবং জাপান।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংস্কার ও মুক্তদ্বারের গভীর উন্নয়নের ফলে চীনের বৈদেশিক ক্ষেত্রে আদানপ্রদান দিন দিন বৃদ্ধি পেয়েছে। চীনা জনগণের জীবন যাত্রার মানও অনেক উন্নত হয়েছে। এর ফলে বিদেশ ভ্রমণের বিষয়টি আগের চেয়ে বেশি সহজ হয়েছে। তাই বিদেশে যাওয়া অধিবাসীদের সংখ্যা দ্রুততর করা হয়েছে।
জানা গেছে, গতবছর চীনের সীমান্ত চেক পোন্ট অব্যাহতভাবে অবৈধভাবে বিদেশে যাওয়ার বিষয়টি দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে । এতে অবৈধ ভ্রমণকারীদের সংখ্যা কমে মোট ৬ হাজারের দাঁড়ায় ।
|