চীনে এপেকের উচ্চপর্যায়ের কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান ওয়াং সিয়াওলোং ১৫ জানুয়ারী অস্ট্রেলিয়ার বৈদেশিক -বাণিজ্য মন্ত্রণালয়ে চীন সরকারের পক্ষ থেকে এপেকের সচিব কার্যালয়ের সঙ্গে " এপেকের সহায়তা তহবিলে চীনের দেয়া অনুদান সম্পর্কিত একটি সমঝোতা স্মারক" স্বাক্ষর করেছেন ।
এপেকের সহায়তা তহবিল অস্ট্রেলিয়ার উদ্যোগে ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে এপেকের উন্নয়নশীল দেশের সদস্যদের সহায়তা দেয়া হয়ে থাকে । চীনের প্রেসিডেন্ট হু চিনথাও গত বছর নভেম্বর মাসে ভিয়েত্নামের হ্যানয়ে এপেকের ১৪তম শীর্ষ নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, চীন এই তহবিলে ২০ লাখ মার্কিন ডলার দেবে, ২০০৭ সাল থেকে তিন বারে তা দেয়া হবে । এপেকের বিভিন্ন দেশের সদস্য বিশেষ করে উন্নয়নশীল দেশের সদস্যগণ এ সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ।
|