v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-15 16:23:08    
৮--১৫ জানুয়ারী, ২০০৭

cri
চীন মধ্য-প্রাচ্য সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১১ জানুয়ারী পেইচিংয়ে ইসরাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্তের সঙ্গে বৈঠককালে বলেছেন , চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সার্বিক , ন্যায় ও স্থিতিশীলভাবে মধ্য-প্রাচ্য সমস্যা সমাধানের জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে ।

ওলমার্ত বলেছেন , ইসরাইল মধ্য-প্রাচ্য সমস্যায় চীনের ন্যায়সংগত অবস্থানের প্রশংসা করে । ইসরাইল আশা করে চীন সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য ইতিবাচক প্রচেষ্টা চালাবে ।

দু'পক্ষ চীন-ইসরাইল সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত , অর্থ-বাণিজ্য , বিজ্ঞাণ , কৃষি ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।

চীন ভারতের উন্নয়নকে স্বাগত জানায় : ওয়েন চিয়াপাও

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১৪ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং'র সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে এবং ভারতের উন্নয়ন চীনের জন্য সহায়ক চীন ভারতের উন্নয়নকে স্বাগত জানায় ।

তিনি বলেছেন, চীন ও ভারতের মৈত্রী সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ তাত্পর্যবহ । চীন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরো উন্নত করার ব্যাপারে আন্তরিকভাবে আশাবাদী । মনমোহন সিং বলেছেন, ভারত দৃঢ়ভাবে ভারত-চীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারী সম্পর্কের মাধ্যমে চীনের সঙ্গে সম্মিলিতভাবে উন্নয়ন করবে ।

দু'পক্ষ একমত হয়েছে যে, নতুন বছরে দু'দেশের শীর্ষ নেতাদের পারস্পরিক সফর বজায় রাখবে , যত তাড়াতাড়ি সম্ভব চীন-ভারত আঞ্চলিক বাণিজ্য বাস্তবায়নে গবেষণার কাজ সম্পন্ন করবে এবং সীমান্ত আলোচনাকে ত্বরান্বিত করবে ।

চীন,জাপান,দক্ষিণ কোরিয়ার সপ্তম শীর্ষ সম্মেলন শুরু

চীন,জাপান,দক্ষিণ কোরিয়ার সপ্তম শীর্ষ সম্মেলন ১৪ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন এবং জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলন সভাপতিত্ব করেছেন। সম্মেলনের আগে তিনি বলেছেন, তিনটি দেশের রাজনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি আস্থাকে দৃঢ় করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গভীর করা, সমৃদ্ধ সাংস্কৃতিকসম্পদ বিনিময় ও সম্প্রসারণ করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে সমন্বয় সাধন করা উচিত। এবারের সম্মেলনে এর জন্য বিস্তৃত আলোচনা করা হবে।

এদিন ওয়েন চিয়া পাও আবে শিনজো ও ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

বর্তমান ৬৬টি দেশ চীনের সম্পূর্ণ বাজার অর্থনীতিকে অবস্থা দিয়েছে

১৪ জানুয়ারী চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের এক খবরে জানা গেছে, এ পর্যন্ত বিশ্বের ৬৬টি দেশ চীনের সম্পূর্ণ বাজার অর্থনীতিকে স্বীকৃতি দিয়েছে ।

অসম্পূর্ণ বাজার অর্থনীতির কারণে চীনের কিছু শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশের এ্যানটি-ডাম্পলিং তদন্তে পড়েছে এবং তা বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক বাণিজ্যিক নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ । এখনো চীনের তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ই.ইউ, যুক্তরাষ্ট্র এবং জাপান চীনের সম্পূর্ণ বাজার অর্থনীতিকে স্বীকৃতি দেয় নি, কিন্তু তারা চীনের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার হার প্রসারিত করেছে ।

বাংলদেশের মহা জোট সাধারণ নির্বাচনে অংশ নেবে

১১ ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২২ জানুয়ারী অনুষ্ঠিতব্য নবম সংসদের নির্বাচন স্থগিত রাখা এবং সমগ্র দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছেন । ১২ জানুয়ারী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ফাখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হয়েছেন । বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গর্ভণর ফখরুদ্দিন আহমেদ ১২ জানুয়ারী রাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বাংলাদেশের বিরোধী পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ১৪ জানুয়ারী ঢাকায় ঘোষণা করেছে যে , তারা পুনরায় নতুন সংসদের সাধারণ নির্বাচনে অংশ নেবে । এর পাশাপাশি সাধারণ নির্বাচন প্রতিরোধ সংক্রান্ত কর্মসূচীও বাতিল করা হয়েছে ।

ভারত ও পাকিস্তানের চতুর্থ সার্বিক সংলাপ প্রক্রিয়া শুরু করার রাজি হয়েছে

ভারত ও পাকিস্তান দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী ১৩ জানুয়ারী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বলেছেন, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের ধারাবাহিক বিরোধ নিরসণের জন্যে চতুর্থ সার্বিক সংলাপ প্রক্রিয়া শুরু করা হবে । এর ফলে দু'পক্ষ মিলিতভাবে সন্ত্রাস দমন করবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুর্শিদ কাসুরি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মূখার্জী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। দু'দেশ ১৩ ও ১৪ মার্চ চতুর্থ সার্বিক সংলাপ প্রক্রিয়া শুরু করবে। একই সঙ্গে দু'দেশের মধ্য দিয়ে রয়ে যাওয়া ছোট নদীর মাধ্যমে সামুদ্রিক সীমান্ত জরীপ করা হবে। যাতে দু'দেশের মধ্যে অবাধ ভিসা সিস্টেম চালু করা এবং পারস্পরিকভাবে কয়েদীদের মুক্তি দেয়ার বিষয়টিকে দ্রুততর করা হবে। তাছাড়াও দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী আগামী মার্চ মাস নাগাদে সন্ত্রাস দমন সংক্রান্ত প্রথম যৌথ সম্মেলন আয়োজনে মতৈক্যে পৌঁছেছেন।

দৃঢ়ভাবে 'তিন শক্তি' দমন করা উচিত: পারভেজ মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১১ জানুয়ারী আবার জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সরকার যেকোন বাস্তব ব্যবস্থা নিয়ে দৃঢ়ভাবে সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থী এ তিন শক্তি দমন করা উচিত।

পাকিস্তানের গণমাধ্যমের খবরে প্রকাশ, এদিন পাকিস্তানের নিরাপত্তা অবস্থা সংক্রান্ত একটি সম্মেলন পরিচলনার সময় তিনি বলেছেন, গত পাঁচ বছরে পাকিস্তান সরকার এ তিন শক্তি দমনের ক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করেছে। কিন্তু ইসলামী দেশগুলো ও সকল বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনের কারণে পাকিস্তান সরকারের এ দমন তত্পরতা তেমন কাজে লাগছে না।

পাক-মার্কিন কৌশলগত সহযোগিতা সম্পর্ক গুরুত্বপূর্ণঃ মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পোছার সাক্ষাত্ ১২ জানুয়ারী করেছেন। সাক্ষাত্ কালে মুশাররফ জোর দিয়ে বলেছেন, পাক-মার্কিন সহযোগিতার সম্পর্ক হচ্ছে কৌশলগত দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। বহু ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতামূলক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন করা গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন । তিনি পুনরায় ঘোষণা করেছেন, পাকিস্তান চরমপন্থী ও সন্ত্রাসবাদকে আঘাত হানার অবস্থান থেকে নড়বে না।

মুশাররফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের নিরাপত্তা রক্ষা করা হচ্ছে একটি অভিন্ন দায়িত্ব। সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য সমন্বয় জোরদার করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান অব্যাহতভাবে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।

" আল কায়েদার" সদস্যদের লুকিয়ে থাকার কথা পাকিস্তান অস্বীকার করেছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ১২ জানুয়ারী এক বিবৃতিতে একজন মার্কিন গোয়েন্দ তথ্য কর্মকর্তার তথ্যের ব্যাপারে " আল কায়েদা" সংস্থার সদস্যদের লুকিয়ে থাকার কথা অস্বীকার করেছে। এবং পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাস দমনে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

বিবৃতিতে আরো বলা হয়েছে, " আল কায়েদা" সংস্থার দমনের ব্যাপারে পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টা অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি । এর ওপর পাকিস্তানের অবদান সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইতোপূর্বেই স্বীকার করেছে।

আসিয়ানের ১২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

আসিয়ানের ১২তম শীর্ষ সম্মেলন ১৩ জানুয়ারী সকালে ফিলিপাইনের কেবু প্রদেশের শাংগ্রীলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আসিয়ানের ১০টি দেশের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নিয়েছেন।

আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোইয়ো উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণ দিয়েছেন।

তিনি আরো বলেছেন, এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণভাবে আসিয়ানের উন্নয়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করা হবে ।

ফিলিস্তিন ও ইস্রাইলের আলোচনার উদ্দেশ্য হবে দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়ন করা : রাইস

ফিলিস্তিন ও ইস্রাইল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১৩ জানুয়ারী বলেছেন, ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্দেশ্য হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়ন করা ।

তিনি জেরুজালেমে ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে আয়োজিত এক যৌথ সম্মেলনে বলেছেন, ইস্রাইল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান শুধু একটি স্বপ্ন নয়, তা বাস্তবায়ন করা হবে ।

লিভনি বলেছেন, ফিলিস্তিনের দলগুলো কিছু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে । কিন্তু এর পাশাপাশি ইস্রাইলের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ।

রাশিয়া ও বেলারুস তেলের শুল্কের ব্যাপারে একমত হয়েছে

রাশিয়া ও বেলারুস ১২ জানুয়ারী মস্কোয় দু'দেশের তেলের আমদানী ও রপ্তানী এবং তেল পরিবহনের বিষয়ে একমত হয়ে চূড়ান্তভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফ্রাদকোভ বেলারুসের প্রধানমন্ত্রী সের্গেই সিদোর্স্কির সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, দু'পক্ষের মতৈক্য অনুযায়ী রাশিয়া বেলারুসে রপ্তানী করা তেলের শুল্ক আরো কমাতে অনুরোধ করবে । এর পাশাপাশি রাশিয়া এবং বেলারুস অর্জিত আয়ের হার অনুযায়ী বেলারুসের রপ্তানী তেলের শুল্কও উপভোগ করবে । ২০০৭ সালে বেলারুস তার মাধ্যমে রপ্তানী করা তেলের শুল্ক হিসেবে আয়ের ৭০ শতাংশ রাশিয়াকে দেবে,২০০৮ সালে এ সংখ্যা ৮০ শতাংশ এবং ২০০৯ সালে ৮৫ শতাংশ হবে ।