v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-16 16:13:36    
সাংস্কৃতিক সংগঠক তুং মেং ইয়াং

cri
    তুং মেং ইয়াং চীনের একজন বিখ্যাত সাংস্কৃতিক সংগঠক। তিনি ২০০৪ সালে পেইচিংয়ে আয়োজিত প্রথম আন্তর্জাতিক গ্যালারি মেলা এবং ২০০৬ সালের অক্টোবর মাসে "আর্ট পেইচিং" অনুষ্ঠান সংগঠন করেছেন।

    ঘরের ম্যাগাজিন ও বইয়ের পাশে দাঁড়িয়ে আছে, তুং মেং ইয়াং। তিনি দেখতে খুবই ভদ্র, কিছুটা লাজুক। তুং মেং ইয়াং বলেছেন, ছোটবেলায় তিনি আশা করতেন বড় হওয়ার পর যেন একজন শিল্পী হতে পারেন।

    উত্তর চীনের শানসি প্রদেশে তার জন্ম। ১৯৯২ সালে চীনের কেন্দ্রীয় চারুকলা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনের পর তিনি চীনের সংস্কৃতি ও শিল্পকলা কোম্পানিতে চাকরি পান। তখন এই কোম্পানির একটি শিল্পকলা মেলা আয়োজনের পরিকল্পনা ছিল। তুং মেং ইয়াং এই কাজে অংশ নেন। ১৯৯৩ সালে চীনের প্রথম আর্ট মেলা কুয়াং চৌয়ে অনুষ্ঠিত হয়। তুং মেং ইয়াং বলেছেন:

    "এটি একটি সুচনা। আর্ট মেলা প্রথমে চীনে আয়োজন করা হয়। তখন শুধু শিল্পীরা অংশ নিয়েছেন। আজকের মতো গ্যালারি ছিল না, মাধ্যমও ছিল না। আমরা এই প্ল্যাটফর্ম স্থাপন করেছি।"

    তখন আন্তর্জাতিক আর্ট মেলা বিভিন্ন গ্যালারিতে আয়োজন করা হত, শিল্পীরা নিজেরা মেলায় অংশ নিতেন না। চীনের অবস্থা ছিল ভিন্ন। কারণ তখন চীনের গ্যালারি তৈরী মাত্র শুরু হয়েছে। এবং গ্যালারি শুধু দোকানের দ্বায়িত্ব পালন করতো। পশ্চিমা দেশের মতো গ্যালারি শিল্পীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাদের প্রতিনিধি হিসেবে এমন ব্যবস্থা চীনে গঠিত হয়নি।

    চীনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শিল্পকর্মী সংগ্রহে আগ্রহী লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু আর্ট মেলায় চীনের শিল্পীদের নিজের ছবি নিয়ে বিজ্ঞাপন করতে হবে। এ সব দেখে তুং মেং ইয়াং চিন্তা শুরু করেছেন। তিনি শিল্পীদের চাহিদা ভাল জানেন। ভাবলেন তাদের জন্য একটি আদানপ্রদানের প্ল্যাটফর্ম সৃষ্টি করা উচিত। তাই ২০০৩ সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চীনের আন্তর্জাতিক গ্যালারি গঠন শুরু করেছেন। তিনি বলেছেন:

    "আমি অনেক দিন ধরে বিবেচনা করেছি। চীনের গ্যালারির উন্নয়ন হচ্ছে এবং বিদেশের অনেক গ্যালারিও চীনে প্রবেশ করার চেষ্টা করছে। আমি মনে করি তাদের জন্য একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা উচিত।"

    ২০০৪ সালে তুং মেং ইয়াং চীনের আর্ট এজেন্সীগুলোর জন্য প্রথম আন্তর্জাতিক গ্যালারি মেলা আয়োজন করে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের প্রায় একশটি গ্যালারি এই মেলায় অংশ নেয়। এ মেলা সফল হয়েছে। চীনের আর্ট বাজারের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

    এই সাফল্য দেখে তুং মেং ইয়াং নিজেও খুব অবাক হয়েছেন। পরে আরো দুই বার মেলা আয়োজিত হয়েছে। এসব মেলা চীনের আর্ট বাজারের জন্য একটি বিখ্যাত মেলা পরিণত হয়েছে। তুং মেং ইয়াং মনে করেন চীনের অর্থনীতির অব্যাহত উন্নয়নের জন্য আর্ট বাজারে এতো সমৃদ্ধ ও আকর্ষণীয় অবস্থা দেখা দিয়েছে।

    কিন্তু চীনের আর্ট বাজারে একটি সম্পূর্ণ ব্যবস্থা গঠন করতে আরো অনেক করতে হবে। তুং মেং ইয়াং এখন আরেকটি আর্ট মেলা "আর্ট পেইচিং" করছেন। এ নিয়ে তিনি বলেছেন:

    "আগের কিছু চিন্তাভাবনা যা বাস্তবায়িত হয়নি "আর্ট পেইচিং"য়ে তা বাস্তবায়নের চেষ্টা করব। এখন চীনের আর্ট মেলা অনেক সমৃদ্ধ হয়েছে কিন্তু মেলা যেন শুধু ব্যবসা করার জন্য আয়োজন করা হয়। আমি মনে করি এতে কিছু আর্ট তাত্ত্বিক জ্ঞানও থাকা উচিত। প্রথমে তা একটি শিল্পকলা , তারপর একটি পণ্য।"

    তিনি আশা করেন "আর্ট পেইচিং" এক দিন "আর্ট বাসেল-এর" মত বিশ্বের সবচেয়ে ভাল আর্ট মেলার মধ্যে একটি পরিণত হবে। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি খুবই আশাবাদী।