v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-16 16:13:36    
চীনের শ্রেষ্ঠ কারু ও চারু শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীজাতীয় যাদু ঘরে শুরু হয়েছে

cri
    চীনের শ্রেষ্ঠ কারু ও চারুকলা শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী পেইচিংয়ের জাতীয় যাদুঘরে শুরু হয়েছে । এ প্রদর্শনী বর্তমান চীনের ঐতিহ্যিক কারু ও চারুকলা শিল্পের মান প্রতিনিধিত্ব করে ।

    জানা গেছে , চীনে মোট ৩৬৫জন শিল্পী কারু ও চারুকলা শিল্পের গুরু উপাধি পেয়েছেন । এ প্রদর্শনীতে ২৬০জন গুরুর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে । শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে মাটির পাত্র , দামী পাথরের খোদাইকর্ম , লেকারের পাত্র ও সূচিশিল্পকর্ম ইত্যাদি । এ সব শিল্পকর্মে চীনা জাতির সুস্পষ্টবৈশিষ্ট্য ও স্থানীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয় ।

    ১৯৯৭ সালে চীনে ঐতিহ্যিক কারু ও চারু শিল্প সংরক্ষণ বিধি প্রবর্তিত হয় । এ বিধিতে চীনের ঐতিহ্যিক কারু ও চারু শিল্প রক্ষা ও উন্নয়নের নীতি ও ব্যবস্থা লিপিবদ্ধ করা হয়েছে ।

    **কানসু প্রদেশে চার হাজার বছর আগের মাটির পাত্র উদ্ধার

    সম্প্রতি চীনের কান সু প্রদেশের লিন চাও জেলায় মানুষের মাথা আকারের এক মাটির পট উদ্ধার করা হয়েছে । প্রত্নতত্ববিদরা বলেছেন , এ মাটির পট আজ থেকে চার হাজার বছর আগের নতুন প্রস্তর যুগের মা চিয়া ইয়াও সংস্কৃতি আমলের জিনিস ।

    এই মাটির পটের উচ্চতা ৪৩ সেন্টিমিটার , গায়ের ব্যাসও ৪৩ সেন্টিমিটার । পটটি দুটি ভাগে নিভক্ত । উপর ভাগে পটের ঢাকনা , ঢাকনার আকার দেখতে মানুষের মাথার মতো , ডিমের মতো বড় । মাথার সামনে কপাল , চোখ ও মুখ আছে । , মুখের দু পাশে দুটি বড় কান দেখতে মজার । পটের নীচের অংশ অর্ধেক চন্দ্রাকার , মোটা পেটের দুই পাশে হাত ধরার হাতা আছে , হাতা দুটির উপর ছবি আঁকা আছে ।

    বিশেষজ্ঞরা বলেছেন , এ পট তৈরীর সময় ঢাকনা ও নীচের ভাগ এক সঙ্গে ছিল । তৈরী শেষে মিস্ত্রী ছুরি দিয়ে কেটে ঢাকনাটিকে আলাদা করে দেন ।

    **২০০৬ সালে চীনের বেতার , টেলিভিশন ও পত্রপত্রিকায় সবচেয়ে প্রচলিত শব্দ প্রকাশ

    চীনের জাতীয় ভাষা সম্পদ তত্ত্বাবধান ও গবেষণা কেন্দ্র , ও পেইচিং ভাষা বিশ্ববিদ্যালয় ১২ জানুয়ারী ঘোষণা করেছে , সম্প্রীতিমূলক সমাজ , ছিনহাই তিব্বত রেল পথ ও চীন -আফ্রিকা সহযোগিতা ফোরাম ইত্যাদি শব্দ ২০০৬সালে চীনের পত্রপত্রিকা , বেতার ও টি ভি অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহার করা প্রচলিত শব্দ ।

    ২০০২ সাল থেকে চীন নিয়মিতভাবে বছরের সবচেয়ে প্রচরিত শব্দ প্রকাশ করে । চীনের ৩৪টি গণ মাধ্যম প্রতিষ্ঠান মিলিতভাবে গত বছরের সবচেয়ে প্রচলিত শব্দ সংগ্রহ করেছে ।