চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৪ জানুয়ারী এক সংবাদ সম্মেলনে বলেছেন , সামরিক পণ্যদ্রব্য বাণিজ্যের ক্ষেত্রে চীন বরাবরই কড়াকড়ি ও দায়িত্বশীল মনোভাব পোষণ করে আসছে ।
এথেন্সে মার্কিন দূতাবাসের উপর অতর্কিত আক্রমণ চালানোর জন্য ব্যবহার্য রকেট তথাকথিত চীনের তৈরী বলে যে খবর বেরিয়েছে , সে সম্বন্ধে চীনের মন্তব্য জানতে চেয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেছেন , চীন সংশ্লিষ্ট খবরটি লক্ষ্য করেছে । চীন সরকার বরাবরই কূটনৈতিক সংস্থা ও কূটনীতিকদের বিরুদ্ধে বল প্রয়োগের বিরোধীতা করে আসছে । সংবাদদাতা যে সমস্যার কথা উল্লেখ করেছেন , তা এখনো স্পষ্টভাবে জানা যায় নি । চীন এ সম্পর্কে কোন বিবরণ পায় নি । কিন্তু উল্লেখযোগ্য যে , চীন সামরিক পণ্যদ্রব্য বাণিজ্যের ব্যাপারে বরাবরই কড়াকড়ি ও দায়িত্বশীল মনোভাব পোষণ করে আসছে । চীন বরাবরই শুধু সার্বভৌম দেশগুলোর সঙ্গে সামরিক পণ্যদ্রব্যের সহযোগিতা চালানো এবং সংশ্লিষ্ট সার্বভৌম দেশ ও অঞ্চলের শান্তি ও স্থিতিশীলত সংরক্ষণের জন্য অনুকূল নীতিতে অবিচল থাকে ।
|